নিজস্ব সংবাদদাতা: শনিবার রাত ৮টা নাগাদ পুলিশি তৎপরতায় বিপুল অঙ্কের জাল নোট সহ গ্রেপ্তার করা হল ১২জনকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন ভিন রাজ্যের বাসিন্দা। উত্তরবঙ্গের আলিপুর দুয়ারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একই সংগে এত পরিমান টাকা উদ্ধারের ঘটনা এই সময় কালে নজির বিহীন বলেই পুলিশ জানিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে জানা গেছে একটি বিলাসবহুল গাড়িতে করে ৭ জন জাল নোটগুলি নিয়ে আসছিল। একটি বিশেষ সূত্রে খবর পেয়ে ফালাকাটায় গাড়িটিকে আটক করে পুলিশ। গাড়িটি তল্লাশি করতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। কয়েকটি ব্যাগে রয়েছে থরে থরে ২হাজার টাকার বাণ্ডিল। গোনার পর দেখা যায় ২কোটি ২০লক্ষ টাকার জাল নোট।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তদন্তে নেমে পুলিশ জানতে পারে একটি ভুয়ো প্রতারণা চক্রের কথামতো ওই ব্যক্তিরা টাকাগুলি ফালাকাটায় নিয়ে আসে। তদন্তকারীরা জানান, ওই প্রতারণা চক্রের অফিস রয়েছে কসবাতে। পরে তদন্ত করে কোচবিহার থেকে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই ১২ জনের মধ্যে ৫ জন তেলেঙ্গানার বাসিন্দা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই বিষয়ে আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ‘একটি গাড়ি থেকে ওই টাকা সহ ৭জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মোট ১২জনকে গ্রেফতার করা হয়েছে। টাকাগুলি কী কারণে এখানে নিয়ে আসা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করে দেখা যাচ্ছে।’