নিউজ ডেস্ক: গাড়ির নথিপত্রের বৈধতার মেয়াদ ৩০ জুন ২০২১ পর্যন্ত বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। তবে এটাই কিন্তু শেষ সুযোগ আপনার জন্য।
কেন্দ্রীয় সরকার মহামারীর কথা বিবেচনায় রেখে শুক্রবার ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পারমিটের মতো গাড়ির নথিপত্রের বৈধতার মেয়াদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। রাজ্যগুলিকে দেওয়া একটি নির্দেশিকায় কেন্দ্রের সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক জানিয়েছে,১ ফেব্রুয়ারি, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২১-এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ ফিটনেস, পারমিট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং অন্যান্য নথিগুলির বৈধতা বাড়িয়ে দেওয়া হচ্ছে। সরকার লকডাউনের কারণে সেগুলি নির্দিষ্ট সময়ে পুনর্নবীকরণ সম্ভব হয়নি বলে ধরে নিয়েই এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত,এর আগে মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৮ এবং কেন্দ্রীয় মোটর ভেহিকলস রুলস, ১৯৮৯-এর আওতায় নথিগুলির বৈধতার মেয়াদ বাড়িয়ে ২০২০ সালের ৩০ মার্চ, ৯ জুন, ২৪ আগস্ট, ২৭ ডিসেম্বর এ ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল। তবে, ১ ফেব্রুয়ারি থেকে যে নথিগুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সেগুলির বৈধতা ৩০ জুন, ২০২১ অবধি বৈধ বলে গণ্য করা হবে।
মন্ত্রক সংশ্লিষ্ট বিভাগগুলির উদ্দেশে জানিয়েছে, এ জাতীয় নথিপত্রের বৈধতার মেয়াদ ২০ জুন, ২০২১ পর্যন্ত মান্যতা দেবে সমস্ত সংশ্লিষ্ট সংস্থা। এটা নাগরিকদের পরিবহণ সম্পর্কিত পরিষেবা পেতে সাহায্য করবে।