Homeরাজ্যউত্তরবঙ্গআবারও ট্রেনের ধাক্কায় এক গর্ভবর্তী হস্তিনী সহ দুই হাতির মৃত্যু

আবারও ট্রেনের ধাক্কায় এক গর্ভবর্তী হস্তিনী সহ দুই হাতির মৃত্যু

              
 নিজস্ব সংবাদদাতা: শত প্রচেষ্টা স্বত্ত্বেও হাতির মৃত্যু মিছিল চলছেই। বুধবার ভোরে শিলিগুড়ির পানিটাঙ্কির কাছে বাতাসিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দুটি হাতির যার মধ্যে একটি গর্ভবর্তী ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই দিন ভোরে বাতাসির কাছে রেল লাইন পার হচ্ছিল পূর্ণ বয়স্ক দুটি হাতি। তখনই একটি মালগাড়ি চলে আসে। এর পর দুই হাতিই ধাক্কা খায়। ছিটকে পড়ে যায় দুটিই। ঘটনাস্থলেই  মৃত্যু হয় তাদের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সূত্রের খবর, মৃত ওই দুই হাতির মধ্যে একটি গর্ভবতী স্ত্রী হাতি ছিল। রাতে রেল লাইন পেরিয়ে গ্রামে ঢুকেছিল। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। রাতবিরেতেই হোক কিংবা দিনের আলোয়, প্রায়শই লাইন পার হতে গিয়ে ট্রেনের ধা‌ক্কায় ওদের অকালে প্রাণ যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এ রাজ্যের জঙ্গল এলাকায় রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় কত যে হাতির মৃত্যু হয়েছে, তার ইয়ত্তা নেই। গত বিশ্ব হাতি দিবসে চিড়িয়াখানার একটি অনুষ্ঠানে রাজ্যের বনমন্ত্রী জানিয়েছিলেন, অধিকাংশ ক্ষেত্রেই ট্রেনের গতি বেশি থাকায় হাতির মৃত্যু হয়। অর্থাৎ সেসব ক্ষেত্রে ট্রেনের গতি যদি কম থাকত তবে হয়ত হাতির মৃত্যু কিছুটা হলেও ঠেকানো যেত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জঙ্গল এলাকায় রাতে মালবাহী ট্রেন না চালানোর নির্দেশ থাকলেও তা মানা হয় না বলেও ক্ষোভ উগরে দিয়েছিলেন মন্ত্রী। ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে যৌথ কমিটি (জয়েন্ট অ্যাকশন কমিটি) গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ও রেলওয়ে বোর্ড।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও অনেকেরই মতে  কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাবকেও দায়ী করেন। হাতি মৃত্যু ঠেকাতে পদক্ষেপ নেওয়া হলেও সেভাবে কাজের কাজ কিছুই হচ্ছে না।

RELATED ARTICLES

Most Popular