নিজস্ব সংবাদদাতা: গত এক সপ্তাহ ধরে এলাকায় তাণ্ডব চলছে হাতির। তছনছ হয়ে যাচ্ছে ক্ষেতের পর ক্ষেত। ঘটি, বাটি বন্ধক রেখে চাষ করা আলু ঘরে ওঠার অপেক্ষায়। সারা বছরের আয়ের একমাত্র ভরসা সেই আলুর ক্ষেত পাহারা দিতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হলো এক কৃষকের। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর থানার বিষ্ণুপুরের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। মৃত কৃষকের নাম খোকন ঘোষ (৫৫)। ঘটনায় শোকের ছায়ার পাশাপাশি ছড়িয়েছে আতঙ্কও ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সুত্রে জানা গিয়েছে কয়েকদিন ধরেই ২৫ – ৩০ টি হাতির একটি দল বিষ্ণুপুর লাগোয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তারাই শনিবার রাত্রে বিষ্ণুপুরের মাঠে নেমে আলু সহ ফসলের ক্ষতি করতে থাকে। খবর পেয়ে গ্রামবাসীরা নিজেদের জমি ও ফসল রক্ষা করার জন্য হাতি তাড়াতে যায়। মৃত খোকন ঘোষও নিজের আলু হাতির উপদ্রব থেকে রক্ষা করার জন্য মাঠে গিয়েছিল। নিজের জমির সামনে দাঁড়িয়ে থাকার সময় আচমকা একটি হাতি এসে খোকনকে শুঁড়ে আছাড় মেরে পা দিয়ে পিষে দেয় দাঁতালটি। ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ । ঘটনাস্থলেই প্রান হারান তিনি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগের দিনই পাশের থানা আনন্দপুরে হাতির হামলায় মৃত্যু হয়েছিল এক কৃষকের। আর তার আগের দিনই ঝাড়গ্রামে মৃত্যু হয়েছিল দু’জনের। সব মিলিয়ে গত ১৫দিনে হাতির হানায় দুই জেলায় ৮টি পরিবার তাঁদের প্রিয়জনকে হারালেন। ঘটনায় বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভের পারদ ছড়ছে।