Homeএখন খবরআবার হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে, মহিলার দেহ নিয়ে ফুটবল খেলল দাঁতাল

আবার হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে, মহিলার দেহ নিয়ে ফুটবল খেলল দাঁতাল

নিজস্ব সংবাদদাতা: হাতির হানায় আবারও মৃত্যু হল জীবিকার সন্ধানে যাওয়া জঙ্গলবাসীর। বুধবার সকালে জঙ্গলে শালপাতা সংগ্রহ করতে যাওয়া মহিলাকে নিয়ে কার্যত ফুটবল খেলল হাতি। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার মেট্যালার ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বুধবার সকালে গোয়ালতোড় থানার মেট্যালা গ্রামের ষাটোর্ধ্ব লক্ষী আহির নিত্য দিনের মতোই জঙ্গলে গিয়েছিলেন পাতা আনতে। কিন্তু আজকেই যে তার জীবনের শেষ পাতা তোলা হবে তাই বা কেই জানতো। পাতা তুলতে তুলতেই হঠাৎ করেই এক দাঁতাল সামনে চলে আসে। পালিয়ে যাওয়ার আগেই লক্ষীকে শুঁড়ে প্যাঁচিয়ে আছাড় মারে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তারপর তাকে মাটিতে ফেলে ফুটবলের মতো লাথি মারতে থাকে। ঘটনাস্থলেই প্রাণ যায় ওই মহিলার। খবর পেয়ে পরিবারের সদস্যরা গ্রামবাসীদের সহযোগিতায় বনদপ্তরের নয়াবসত রেঞ্জে খবর দেয়।  হাতির হানায় মৃত্যুর খবর পেয়েই নয়াবসত রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।

হাতির হানায় মৃত্যু নতুন কিছু ঘটনা নয় জঙ্গল মহলে। কারন জঙ্গল ঘেরা গ্রামের মানুষদের প্রধান জীবিকাই হলো পাতা তুলে সংসার চালানো। কিন্তু বন দপ্তর হাতি তাড়াতে সম্পুর্ণ ব্যার্থ। এই নিয়ে বলেন বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও দেখায় এলাকাবাসী। তারপরও টনক নড়েনি বনদপ্তরের। গ্রাম বাসীদের অভিযোগ বন দপ্তরের গাফলতির কারনেই আজকের এই দুর্ঘটনা। তাদের দাবী বনদপ্তরের পক্ষ থেকে মৃতার পরিবার কে উপযুক্ত ক্ষতি পুরন দেওয়া হোক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মৃতার ছেলে স্বপন আহির জানান, জঙ্গলের পাতা তুলেই আমাদের সংসার চলে। কিন্তু সেই জঙ্গলেই যে প্রাণ কেড়ে নেবে বুঝতে পারিনি৷ অন্যবার হাতি এলে বনদপ্তর থেকে প্রচার করা হয়, এবার তাও করনি। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে নিয়ম মাফিক ক্ষতিপূরন পাবে ওই মহিলার পরিবার। 

RELATED ARTICLES

Most Popular