Homeএখন খবরখাবারের খোঁজে মায়ের সাথে গ্রামে ঢুকে কুয়োয় পড়ল হাতি শাবক, উদ্ধার বনদপ্তরের,...

খাবারের খোঁজে মায়ের সাথে গ্রামে ঢুকে কুয়োয় পড়ল হাতি শাবক, উদ্ধার বনদপ্তরের, পালে ফেরা নিয়ে সংশয়

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের ঘন জঙ্গল বেষ্টিত শালবনী থানার একটি গ্রামে শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ কুয়োয় পড়ে যাওয়া একটি হাতির শাবককে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শেষ পাওয়া খবরে শাবকটিকে বনকর্মীরা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।
জানা গেছে শালবনীর মহিষডোবা গ্রামের মানুষরা এদিন সন্ধ্যায় হঠাৎই যূথবদ্ধ হাতির পালের ভয়ঙ্কর গর্জনে তটস্থ হয়ে ওঠেন। কোনও কারনে ক্র হাতির দল ক্রুদ্ধ হয়ে গেলে ঘর বাড়ি ভাঙার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি করে এই অভিজ্ঞতা থেকে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন । পরে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন গ্রামের পাশেই সেচের জন্য খোঁড়া একটি
কুয়োতে পড়ে গেছে একটি হাতির বাচ্চা আর তাকে উদ্ধার করতে সাহায্য চেয়েই চিৎকার করছেন হাতির পাল।

 

উল্লেখ্য শালবনীর মধুপুর সংলগ্ন মহিষডোবাতে শনিবার ভোরে অভয়ার জঙ্গল থেকে ২০ – ২৫ টি হাতির একটি পাল মহিষডোবার জঙ্গলে আসে। সন্ধ্যার সময় খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে হাতির দল৷ তখনই গ্রাম লাগোয়া একটি কুয়োতে একটি বাচ্চা হাতি পড়ে যায়। আর সে কারনেই হাতির পালটি শাবকটিকে ঘিরে চিৎকার করছিল। গ্রামবাসীরা ঘটনাটি জানার পর নিজেরাই উদ্যোগ নেন শিশু হাতিটিকে তোলার কিন্তু হাতির পাল এলাকাটিকে ঘিরে রাখায় তা সম্ভব হয় নি।

 

এরপরই গ্রামবাসীরা পাঠান বনদপ্তরে৷ খবর পেয়েই বনকর্মীরা ঘটনাস্থলের উদ্দ্যেশ্যে রওনা দেন। এরপরই পটকা ফাটিয়ে হাতির পালটিকে দুরে সরিয়ে দড়ির সাহায্য নিয়ে নিরাপদ ফাঁসের মাধ্যমে তুলে আনা সম্ভব হয় শাবকটিকে। এরপরই শাবকটিকে জঙ্গলের দিকে হাতির পালটির দিকে পাঠিয়ে দেওয়া হয়। যদিও শাবকটিকে হাতির পাল ফিরিয়ে নেবে কিনা এই নিয়ে বনকর্মীদের মধ্যে সংশয় রয়েছে। বনকর্মীদের মতে মানু্ষের সংস্পর্শে এলে কিংবা ছোঁয়া পেলে অনেক সময় হাতির পাল শাবককে ফিরিয়ে নিতে চায়না। এক্ষেত্রে কি হয়েছে তা সকাল হলেই বোঝা যাবে। বনকর্মীরা তাই নজর রাখছে পালটির ওপর।

RELATED ARTICLES

Most Popular