Homeএখন খবরঝাড়খণ্ড বাংলা সীমান্তে চোলাইয়ের খোঁজে তাণ্ডব , তিন বছরের শিশু সহ মাকে...

ঝাড়খণ্ড বাংলা সীমান্তে চোলাইয়ের খোঁজে তাণ্ডব , তিন বছরের শিশু সহ মাকে খুন করল হাতির পাল

হাতির হামলায় নিহত মা ও মেয়ে 

নিজস্ব প্রতিনিধি: বনদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে চোলাই মদ বানানো এবং বাড়িতে মজুত করার মাশুল দিলেন  এক মহিলা ও তাঁর তিন বছরের শিশু। গভীর রাতে চোলাইয়ের গন্ধে  গ্রামে ঢুকে খোঁজ করতে গিয়ে তিন খুনে দাঁতাল হাতি মেরে ফেলল তিন বছরের এক শিশু সহ তার মাকে। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ড বাংলা সীমান্তবর্তী গ্রাম গোয়ালডিহিতে। ঘটনার খবর পেয়ে  এলাকায় নেমে এসেছে শোকের  ছায়া,আতঙ্কিত গ্রামবাসীরা ক্ষোভ উগরে দিয়েছেন বনদপ্তরের ভূমিকা  নিয়ে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত এক সপ্তাহ ধরে ঝাড়খন্ড বাংলা সীমান্তের গোয়ালডিহি ও পাশাপাশি গ্রামগুলিতে দাপিয়ে চলছে তিন খুনে দাঁতাল হাতি। প্রতিদিনই গ্রামে ঢুকে গ্রামবাসীদের বাড়িঘর ভেঙ্গে ফেলেছিলো হাতি গুলি। শনিবারই  স্থানীয় বাসিন্দা এক যুবককে ছিন্নভিন্ন করে দিয়েছিল একটি হাতি। রবিবার রাতের ঘটনার পর আতঙ্কে দিশাহারা গ্রামবাসীরা। যদিও বনদপ্তরের বক্তব্য , বারংবার নিষেধ করা স্বত্তেও জঙ্গল সংলগ্ন ওই গ্রামটিতে মদের কারবার চালিয়ে যাচ্ছিল কয়েকটি পরিবার। সেই মদের গন্ধেই জঙ্গল ছেড়ে হাতিরা ঘোরাঘুরি করছিল আশপাশে । রাত্রি গভীর হতেই তারা গ্রামে প্রবেশ করে। চোলাইয়ের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে। হুড়মুড় করে ভেঙে পড়ে কয়েকটি বাড়ি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাতের অন্ধকারে হাতির দল বুঝতে পেরেই আতঙ্কিত   গ্রামবাসীরা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে দিয়েছিলেন। তখনই তিন বছরের সন্তান দিশা কে নিয়ে পালাতে গিয়ে মা কল্যাণী শবর হাতির সামনে পড়ে গিয়েছিলেন। তখনই হাতির দল মা ও সন্তান দু’জনকেই নৃশংসভাবে খুন করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার সকালে গ্রামবাসীরা তাদের বাড়ির সামনে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। বনদপ্তর দেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গ্রামবাসীরা এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বনদপ্তর এর বিরুদ্ধে। তাঁদের বক্তব্য, গত এক সপ্তাহ ধরেই এই হাতি গুলি ব্যাপক তাণ্ডব চালানোর পরেও তাদের তাড়াতে কোনও উদ্যোগ নেয়নি বনদপ্তর। নিয়ম অনুযায়ী ক্ষতিপুরনের উদ্যোগ নিয়ে হাতি তাড়ানো শুরু করেছে বনদপ্তর। 

RELATED ARTICLES

Most Popular