পড়ে আছে ব্যাগ বাইক হেলমেট |
নিজস্ব সংবাদদাতা: যেন যমদূত এসে না নিয়েই ফিরে গেল তাঁদের কাছ থেকে। শুক্রবার ভোরের সেই হাড় হিম করা ঘটনার ট্রমা এখনও কাটিয়ে উঠতে পারেননি দুই সিভিক ভলেন্টিয়ার যতীন্দ্রনাথ মাহাত ও সত্যজিৎ মাহাত। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠছে সেই প্রলয়ঙ্করী দাঁতালের রূপ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে ঝাড়গ্রাম শহরে বৃহস্পতিবার রাতে কর্মরত ছিলেন ওই দুজন। এরপর সকালে বাড়ি ফেরার পথ ধরেছিলেন। একটি বাইকে দুজন ঝাড়গ্রাম ব্লকের সিমলির জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট করে নিজেদের বাঁকশোল গ্রামে ফিরছিলেন যতীন্দ্রনাথ মাহাতো ও সত্যজিৎ মাহাতো নামে সিভিক ভলেন্টিয়ার। সাধারন ভাবে এ পথেই যাওয়া আসা করেন তাঁরা। কিন্ত শুক্রবার যেন শনি তুঙ্গে ছিল দুই বন্ধুর । এদিন মাঝ জঙ্গলে হঠাৎই এসে পড়ে একটি দানব দাঁতাল।
গুঁড়িয়ে দেওয়া বাইক |
আর নিমেষেই পথ আটকে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই সেই হাতি শুঁড় দিয়ে তাদের ধরার জন্য তেড়ে আসে। মুহূর্তের সচেতনতায় মোটর সাইকেল ব্যাগ ও হেলমেট ফেলে গভীর জঙ্গলে ছুট দেন দুজনেই। কোনও রকমে সেখান থেকে পালিয়ে প্রানে বাঁচেন সিভিক ভলেন্টিয়ার দুজন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হাতিটি এরপর তাদের মোটরসাইকেল ও হেলমেট পা দিয়ে গুঁড়িয়ে দেয়। পরে খবর পেয়ে একদল গ্রামবাসী ড্রাম টিন ইত্যাদি পিটিয়ে ঘটনাস্থল থেকে হাতিটিকে গভীর জঙ্গলে ঢুকিয়ে দেয়। গ্রামবাসীরা জানিয়েছেন, যেভাবে হাতিটি বাইক আর হেলমেট গুঁড়িয়ে দিয়েছে তাতে ওদের সামনে পেলে আস্ত রাখতনা।