বিশ্বজিৎ দাস: আমেরিকায় গত কয়েক সপ্তাহে একাধিক শুটিং এর ঘটনা সামনে এসেছে।মার্চের ৩১ তারিখে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গুলি হামলা চালানো হয়।সেই হামলায় ৯ বছরের এক বালক সহ ৪ জনের মৃত্যু হয়। তার এক সপ্তাহ আগে আর এক বন্দুকবাজের হামলায় এক পুলিশ অফিসার নিহত হন, কলোরাডোতে এই হামলার ঘটনা ঘটে।
আমেরিকার কলোরাডো প্রদেশের ওই হামলার ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়। আহত হন বহু। বোল্ডার কাউন্টির প্রধান প্রশাসক মাইকেল ডোহার্টি ওইদিনের ঘটনা প্রসঙ্গে জানিয়েছিলেন, কাউন্টিতে এরকম ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ। তবে পুলিশ সবরকম ব্যবস্থা নিয়েছে। স্থানীয়দের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকার প্রয়োজন নেই। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে কেন এই ঘটনা ওই ব্যক্তি ঘটাল, তা এখনও জানা যায়নি।
বন্দুকবাজেরা এর আগে গতবছর একটি মলে হামলা চালায়।সেবারও ৮ জনের মৃত্যু হয়।পুলিশ বিভাগের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, যখন এমার্জেন্সি বিভাগের আধিকারিকেরা ঘটনাস্থলে চলে আসেন, ততক্ষণে সেই স্থান থেকে পালিয়ে গিয়েছে ওই হামলাকারী।
আমেরিকায় ফের চাঞ্চল্য ঘটনা বৃহস্পতিবার সকালে ঘটল।বন্দুকবাজের হামলায় আমেরিকার ইন্ডিয়ানাপলিসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। আহত আরও অনেকে।
ইন্ডিয়ানাপলিস প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেখানকার ইন্টারন্যশনাল এয়ারপোর্টের অন্তর্গত ফেডেক্স সেন্টারে এই রক্তাক্ত হামলা চালায় বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি চালিয়ে বহু মানুষ গুলিবিদ্ধ ও ৮ জনের মৃত্যু হলে ওই বন্দুকবাজ নিজেও গুলিবিদ্ধ হয়। কী করে ওই বন্দুকবাজ গুলিবিদ্ধ হল, নাকি সে নিজেই আত্মহত্যা করেছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। গোটা ঘটনায় আতঙ্ক ফেডেক্স সেন্টারে।
পুলিশ কর্তারা জানিয়েছেন, আহত গুলিবিদ্ধ ব্যক্তিদেরকে এলাকারি বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরেই সেখানে হাজির হয় পুলিশের গোয়েন্দা দফতরের আধিকারিকেরা।