নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার মহাজাগতিক বিস্ময় ঘটতে চলেছে। হতে চলেছে সূর্য গ্রহন। সারা দেশজুড়েই দেখা যাবে এই বিরল প্রাকৃতিক দৃশ্য যদিও আংশিক। তবে ভারতের দক্ষিনের প্রতিটি রাজ্য থেকে দেখা যাবে প্রায় পুর্নগ্রাস সূর্যগ্র হন। আর এতেই ঝুঁকির মুখে পড়তে চলছে দেশের মহত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ রঞ্জি ট্রফি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার মহীশুরের স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ম্যাচ শুরু হতে চলেছে সকাল সাড়ে ৯টার সময়। অন্যদিকে গ্রহন শুরু হচ্ছে ৭.৫৯ য়ে আর শেষ হচ্ছে দুপুর ১.৩৫য়ে। বেলা ১০.৪৭য়ে সূর্য প্রায় পুরোপুরি চাঁদের ছায়ার গ্রাসে চলে যাবে ১০.৪৭য়ে যা কিনা প্রায় সাড়ে তিন মিনিট স্থায়ী হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিনের সমস্ত রাজ্য থেকে প্রায় পুর্নগ্রাস গ্রহন দেখা গেলেও একমাত্র মহীশুরেই সর্বাধিক গ্রাস দেখা যাবে যা কিনা ৮৮শতাংশ। পাশাপশি গ্রহন চলাকালীন অগ্নিবলয়টিও সব চেয়ে পরিস্ফুট হবে এই মহীশুরেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ম্যাচের দায়িত্বে থাকা জেনারেল ম্যানেজার (অপারেটর) সাবা করিম জানান, ” বিষয়টি নিয়ে এখনও কোনো রকম আলোচনা হয়নি। আমরা ম্যাচ রেফারিদের পরামর্শ নিচ্ছি।” উল্লেখ্য ভারতের এই প্রাক্তন উইকেট কিপার ১৯৯০সালে যখন একটি ঘরোয়া ম্যাচে অংশ নিয়েছিলেন তখন এই গ্রহনের কারনেই ম্যাচের রদবদল ঘটানো হয়েছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চিকিৎসকরা জানিয়েছেন, গ্রহন চলাকালীন খালি চোখে সুর্যের দিকে টাকালে রেটিনার মারাত্মক ক্ষতি হওয়ার আশংকা থাকে। যেখানে হাজার হাজার দর্শক মাঠে খেলা দেখতে উপস্থিত থাকবেন এবং মাঠে এতজন ক্রিকেটার ও কর্মকতা থাকবেন সেখানে এই খেলার সময়সূচী রদবদল ঘটানোর দরকার ছিল বলেই তাঁরা মনে করছেন।