নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের তমলুকের বল্লুক গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী এক বৃদ্ধের শরীরে করোনা পজিটিভের সন্ধান মিলেছে বলে জানা গেছে। ওই ব্যক্তি জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় নাইসেডে। জানা যায় সেই পরীক্ষার ফল করোনা পজিটিভ হয়েছে।
ওই ব্যক্তি তমলুকের বাসিন্দা হলেও কলকাতা বড়বাজার এলাকায় পানের ব্যাবসা সূত্রে থাকতেন। কয়েকদিন আগে বাড়ি এসেছিলেন। বাড়ি থেকে কলকাতা ফিরে যাওয়ার পর অসুস্থ বোধ করেন। তারপরেই তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে ওনার ভাই ও উপসর্গ নিয়ে কলকাতায় ভর্তি রয়েছেন বলে খবর। খবর আসার পরই শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এর তরফ থেকে ওই ব্যক্তির পরিবারের ১৫জন সদস্য সদস্যাকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে।
এই ১৫ জনের মধ্যে পরিবারের ১১জন , ২জন
পরিচারিকা, একজন ড্রাইভার ও আরেকজন হাতুড়ে রয়েছেন। এই ১৫ জনের মধ্যে ১২ জন কে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এবং ৩ জন কে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে রাখা হয়েছে। এঁদের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।