Homeএখন খবরটেক্সট মেসেজ অক্ষুন্ন রেখেও WhatsApp চ্যাট থেকে সহজেই মুছে ফেলুন মিডিয়া ফাইল,...

টেক্সট মেসেজ অক্ষুন্ন রেখেও WhatsApp চ্যাট থেকে সহজেই মুছে ফেলুন মিডিয়া ফাইল, জেনে নিন কীভাব

টেক ডেস্ক: WhatsApp হল বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং সার্ভিস অ্যাপ্লিকেশন। প্রায় সকল মোবাইল ব্যবহারকারীরাই বর্তমানে WhatsApp ব্যবহার করেন। আর WhatsApp- ও ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন সব ফিচার নিয়ে হাজির হয়।

কিন্তু আবার এই মেসেজিং সার্ভিস ব্যবহার করার সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। অনেক সময়য় এমন হয় WhatsApp-এ ফরওয়ার্ড করা ছবি এবং ভিডিও দিয়ে ফোন গ্যালারি পুরোপুরি ভরে যায়, যা অনেক সময় বিরক্তিকর হয়ে উঠতে পারে। কারণ এই জন্য আপনার ফোনটি হ্যাং হয়ে যেতে শুরু করে, থিকভাবে কাজ করা বন্দ করে দেয়। এর জন্য আমাদের পুরো চ্যাটটাই ডিলিট করে দিতে হয়, অথচ সেটাও কখনও কখনও মুশকিলের কারণ হয়ে দাঁড়ায়। তবে আপনি কি জানেন যে টেক্সট মেসেজ রেখেও ছবি বা ভিডিও চ্যাট থেকে মুছে ফেলা সম্ভব?

যদি না জেনে থাকেন সেই উপায়, তবে আজ জেনে নিন, কিভাবে WhatsApp-এ শুধুমাত্র টেক্সট মেসেজ রেখে ছবি এবং মিডিয়া ডিলিট করে দেওয়া সম্ভব।

এর জন্য প্রথমে WhatsApp ওপেন করে সেটিংসে যান।

এরপর ডেটা অ্যান্ড স্টোরেজ ইউসেজ সিলেক্ট করুন।

এবারে যে চ্যাট অথবা গ্রুপ থেকে ছবি ডিলিট করতে চান সেই চ্যাট সিলেক্ট করুন।

তারপর ম্যানেজ অপশনে ক্লিক করে ভিডিও সহ যে সমস্ত মিডিয়া ফাইল ডিলিট করতে চান সেগুলোকে সিলেক্ট করে ফেলুন।

এবার ক্লিয়ার অপশন সিলেক্ট করুন। তাহলে খুব সহজে আপনার সমস্ত ছবি ডিলিট হয়ে যাবে কিন্তু টেক্সট মেসেজ থেকে যাবে।

এই উপায় অবলম্বন করে আপনি অযাচিত ছবি বা ভিডিও চ্যাট থেকে সহজেই ডিলিট করে দিতে পারবেন, তাও আবার টেক্সট মেসেজ অক্ষুন্ন রেখে।

RELATED ARTICLES

Most Popular