Homeএখন খবরপুর্ব মেদিনীপুরে টলমল পায়ে স্কুলে এলেন শিক্ষক, ক্ষুদে পড়ুয়াদের চক্ষু চড়কগাছ

পুর্ব মেদিনীপুরে টলমল পায়ে স্কুলে এলেন শিক্ষক, ক্ষুদে পড়ুয়াদের চক্ষু চড়কগাছ

জোড় হাত মদ্যপ শিক্ষকের 

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের পর এবার পুর্ব মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয়ে টলমল পায়ে এলেন শিক্ষক। বেশ ফুরফুরে মেজাজ, গুনগুন করে ভাঁজছেন গান মুখে সুগন্ধি জর্দা পান। পড়াবেন কি ? গান ভেঁজেই চলেছেন। ছাত্র ছাত্রীরা ফিক ফিক করে হাসছে শিক্ষকের কান্ড দেখে। বুধবার পুর্ব মেদিনীপুর জেলার  পটাশপুর থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সূর্যকান্ত মন্ডল। পড়াবেন কি করে, কথাই অসংলগ্ন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিক্ষকের এ হেন আচরন বেশিক্ষন চাপা থাকেনি। এক পড়ুয়া বাড়িতে গিয়ে হেসেই কুটোপাটি। ব্যাপার কি ? অভিভাবকরা জিজ্ঞাস করতেই ছেলেটি বলে মাস্টার ভাকু তেল খেয়েছে। ওমা সেকি ? ছুট ছুট অভিভাবকরা সোজা স্কুলে। প্রথম ধানাই পানাই, পান খেয়েছি। কিন্তু শেষ চেপে ধরতেই মানতে বাধ্য হলেন শিক্ষক। এরপরই পুলিশে খবর দিলেন গ্রামবাসীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পটাশপুর থানার পুলিশ এসে শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে তারাও নিশ্চিত হন। এরপর খোলা মাঠে গ্রামবাসীদের সামনে জোড় হাত করে ক্ষমা চাইলেন। বললেন, ‘এবারকার মত ক্ষমা করে দিন। এরপর এরকম হলে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। গ্রামবাসীরা ক্ষমা করে দিয়েছেন তবে বিষয়টি স্কুল ইনসপেক্টরকে জানানো হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বছর খানেক আগেই পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় স্কুলে যাওয়ার পথে  সাইকেল নিয়ে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেছিল এক শিক্ষককে। 

RELATED ARTICLES

Most Popular