Homeএখন খবরকুলতলিতে উদ্ধার দুই মহিলার নলি কাটা মৃতদেহ, রহস্যর খোঁজে পুলিশ

কুলতলিতে উদ্ধার দুই মহিলার নলি কাটা মৃতদেহ, রহস্যর খোঁজে পুলিশ

নিজস্ব সংবাদদাতা: মাত্র কয়েকশ মিটার ব্যবধানে দুই মহিলার গলার নলি কাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে দক্ষিণ ২৪ পরগণার কুলতুলিতে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলতলির মেরীগঞ্জের ২ গ্রাম পঞ্চায়েতের পিয়ালি নদীর চর থেকেই পর পর দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে। মাত্র তিনশো ফুট দূরত্বে এই মৃত দেহ টি উদ্ধার করে পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে, স্থানীয় দের থেকে পাওয়া খবরে একটি দেহ গতকাল রাতেই উদ্ধার হয়েছিল। অন্যটি আজ শুক্রবার ভোরে উদ্ধার করে পুলিস। তবে এখনও পর্যন্ত মৃত ওই দুই মহিলার পরিচয় জানা সম্ভব হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। কারা কোথা থেকে খুন করে এনে এখানে মৃতদেহ ফেলে গেল নাকি ঘটনাস্থলে খুন করা হয়েছে?  দুটি ঘটনা পৃথক নাকি যোগসূত্র রয়েছে ? খুনের আগে কি মহিলারা ধর্ষিতা হয়েছিলেন ইত্যাদি একগুচ্ছ রহস্যের খোঁজে পুলিশ। 

RELATED ARTICLES

Most Popular