Homeএখন খবরএবার বিদ্যুৎপৃষ্ট করে ৬কুকুরকে খুনের অভিযোগ উঠল চার ব্যবসায়ীর বিরুদ্ধে

এবার বিদ্যুৎপৃষ্ট করে ৬কুকুরকে খুনের অভিযোগ উঠল চার ব্যবসায়ীর বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা: কলকাতার নীলরতন হাসপাতালে ৯টি কুকুর ছানাকে পিটিয়ে মারার ঘটনার এখনও স্মৃতিতে দগদগে ঘা হয়ে জেগে আছে বঙ্গবাসীর ।  কদিন আগেই গর্ভধারিনী কুকুরকে জ্যান্ত পুড়িয়ে মারার মত নৃশংসতার ছবিও  দেখেছে কলকাতা। এবার সেই কলকাতার বুকেই  ৬টি পূর্ণবয়স্ক সারমেয়কে  বিদ্যুৎপৃষ্ট করে ছয়টি কুকুরকে খুনের অভিযোগ উঠল। ঘটনায় এলাকার চারজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কুকুরগুলিকে পরিকল্পনা মাফিক বিদ্যুৎপৃষ্ট করে খুন করা হয়েছে এমনই বক্তব্য তুলে থানায় অভিযোগ দায়ের করলেন নেতাজিনগর এলাকার এক বাসিন্দা। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি মনেপ্রাণে পশুপ্রেমী। তাঁর অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট করিয়ে একসঙ্গে ছ’টি কুকুরকে খুন করা হয়েছে।  ওই পশুপ্রেমী জানিয়েছেন , নেতাজিনগরের একটি বাজারে টিনের ঘরের ভিতর নৃশংসভাবে খুন করা হয়েছে ওই কুকুরগুলিকে। অভিযোগের তীর ওই বাজারেরই এক মহিলা ব্যবসায়ী-সহ আরও চার জনের বিরুদ্ধে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সুত্রে জানা গেছে , কুকুরগুলি বাজারে ঘুরে বেড়ানোর পর রাতে বাজারেরই  একটি টিনের ঘরের ভিতর থাকত । মঙ্গলবার হঠাৎই দেখা যায় সেই কুকুরগুলিকে ওই টিনের ঘরের ভিতর মৃত অবস্থায় পড়ে থাকতে। বাজারের বাসিন্দারা কুকুরগুলোকে সরিয়ে নিতে চাইলে অভিযোগকারী পশুপ্রেমী বাধা দেন এবং পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশুপ্রেমী ওই ব্যবসায়ীর অভিযোগ অনুযায়ী, তাঁরা প্রায়ই কুকুরগুলোকে বিরক্ত করত। শুধু তাই নয়, মারধরও বাদ যেত না। অন্যদিকে, তিনি কুকুরগুলিকে পছন্দ করতেন বলে তাঁর সঙ্গে অন্যদের গোলমালও হয়েছে একাধিকবার। সেই ব্যক্তি আরও দাবি করেন যে, ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎস্পৃষ্ট করিয়ে এমন ঘটনা ঘটানো হয়েছে। মেরে ফেলা হয়েছে ছ’টি কুকুর। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুকুরগুলির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে  কোনওভাবে ইলেকট্রিকের তার ওই টিনের ঘরের উপর পড়ে গিয়েছিল। যার ফলে, পুরো ঘরটিই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। একই সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় ঘরের ভিতর থাকা ওই কুকুরগুলিও। তবে এই ঘটনা দুর্ঘটনাবশত নাকি ইচ্ছাকৃত ভাবেই  কুকুরগুলোকে সত্যিই মেরে ফেলা হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular