নিজস্ব সংবাদদাতা: করোনা ভাইরাসের গুজবের জেরে ব্রয়লার মুরগির বাজার মারাত্মক ভাবে পড়ে গিয়েছে। গুজবের আতঙ্কে ব্রয়লার আর মুরগি ছেড়ে লোক ঝুঁকেছে খাসি কিংবা পাঁঠার দিকে। হু হু করে বাড়ছে খাসির দাম। কিন্তু তাতেও মুক্তি নেই। এত দাম দিয়ে খাসির কেনার পরে জানা গেছে যে কুকুরে কামড়ানো ছাগল বিক্রি করেছে মাংস বিক্রেতা। আর এই ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়ে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বাজারে।
ঘটনার কথা জানিয়ে কেশিয়াড়ি বাজার সংলগ্ন বাসিন্দা জানিয়েছেন, গতকাল, বুধবার উল্লেখ্য আমরা অনেকেই মাংস কিনেছিলাম ওই দোকান থেকে। বাজারে ভাল মাংস বিক্রেতা হিসাবে ওই দোকানের ভাল নাম ডাক রয়েছে। কিন্তু পরে কানা ঘুষো জানতে পারি যে খাসি গুলির মাংস কেটে বিক্রি করা হয়েছিল তার মধ্যে একটি কুকুরে কামড়ানো খাসি ছিল। ঘটনার জানার পর আতঙ্কে রয়েছি।
এরপরই ওই মাংস বিক্রেতাকে ঘিরে স্থানীয় মানুষজন বিক্রেতাকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখায়, ঘটনাস্থলে ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা হাজির হন, পুরো ঘটনা স্বীকার করে নেন ওই মাংস বিক্রেতা।ব্যবসায়ী সমিতির সভায় ডেকে সিদ্ধান্ত নেয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে মাংস বিক্রেতার দোকান, সেই সাথে সাথে পাঁঠা বিক্রেতাকেও জরিমান করা হয়, ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় কেশিয়াড়িতে। ব্যবসায়ি সমিতির সম্পাদক অসীম মাইতি জানিয়েছেন, এটা মারাত্মক অপরাধ ও ক্রেতাদের প্রতি বিশ্বাসভঙ্গের ঘটনা। ফলে হালকা করে নেওয়া হচ্ছেনা বিষয়টিকে। আপাতত দোকান বন্ধ থাকবে পরে আমরা সিদ্ধান্ত নেব কী করা হবে ওই ব্যবসায়ীর সাথে।