নিজস্ব সংবাদদাতা: ২৯তারিখ থেকে খড়গপুর কলেজের প্রধান গেটের মুখে জাতীয় সড়কের পাশেই পড়ে রয়েছে মরা কুকুর। পচে দুর্গন্ধ ময় চারপাশ অথচ কোনও হেলদোল নেই পৌর প্রশাসনের।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুজোর ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই খুলেছে কলেজ। পড়ুয়াদের দল সংখ্যায় ভারি না হলেও খুব কম নয়। প্রথম দিন বিজয়া সম্মিলনী, তাই মোটামুটি ভিড় ছিল পড়ুয়াদের। গেটের সামনেই দুর্গন্ধময় এলাকা নাকে রুমাল দিয়েও রেহাই পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। কিন্তু উপায় নেই বলেই বাধ্য হয়ে যাতায়ত করতে হচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কলেজের অনতিদুরে বাসিন্দাদের অবস্থাও খারাপ। উত্তুরে বাতাস দিলেই তীব্র দুর্গন্ধ ছেয়ে ফেলছে চারধার। তাঁদের বক্তব্য স্থানীয় জমাদার, যারা সাফাই কর্মীর কাজ করেন তাঁদের জানিয়ে কোনও কাজ হয়নি। এটা নাকি তাঁদের দায়িত্ব নয় বলে এড়িয়ে গেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কলেজে কর্তৃপক্ষ বলেছেন এলাকাটি কলেজের বাইরে, এমনকি গেটের সামনে হলেও কলেজের সফাইকর্মী দিয়ে কাজ করানো যেত কিন্তু যেহেতু এটা জাতীয় সড়কের গা ঘেঁষে তাই কলেজের সাফাই কর্মী ওই কাজ করবেনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকাটি খড়গপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। কাউন্সিলর সুখবীর কউর জানিয়েছেন তিনি বর্তমানে রাজ্যের বাইরে, পাঞ্জাবে রয়েছেন। তাহলে কি কাজ হবেনা ? বললেন, দেখছি। যদিও সাড়ে দশটায় দেখছি বললেও বেলা তিনটা অবধি কারও দেখা মেলেনি। পচা গলা কুকুর তেমনই পড়ে রয়েছে।