Homeএখন খবরবাঙালি চিকিৎসক বান্ধবীকে খুন করে আত্মঘাতী দিল্লির চিকিৎসক

বাঙালি চিকিৎসক বান্ধবীকে খুন করে আত্মঘাতী দিল্লির চিকিৎসক

এই গাড়ি থেকেই উদ্ধার হয় গুলিবিদ্ধ দেহ দুটি 

নিজস্ব সংবাদদাতা: নিজের চিকিৎসক বান্ধবীকে খুন করে আত্মঘাতী হলেন দিল্লির এক চিকিৎসক। বুধবার সকালে দিল্লির রোহিণী অঞ্চলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। একটি গাড়ির মধ্যে থেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ দুটি মৃতদেহ ওমপ্রকাশ কুকরেজা (৬২) ও সুদীপ্তা মুখার্জী (৫৫)র বলে পুলিশ জানিয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রোহিনীর বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘক্ষণ একটি ফোক্সভাগেন ভেন্টো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ গাড়ির কাছে গিয়ে দেখে, তার ভিতরে এক মধ্যবয়স্ক নারী ও পুরুষের মৃতদেহ পড়ে রয়েছে। রোহিণী পুলিশের ডেপুটি কমিশনার এস ডি মিশ্র বলেন, তদন্তে জানা গিয়েছে, মৃত ব্যক্তি পেশায় চিকিৎসক ছিলেন। মৃত মহিলা ছিলেন এক হাসপাতালের এমডি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানতে পেরেছে, চিকিৎসক নিজের লাইসেন্সড রিভলভার থেকে গুলি করে মহিলাকে হত্যা করেছেন। পরে গুলি করে আত্মঘাতী হয়েছেন। এস ডি মিশ্র বলেন, ডাক্তারের সঙ্গে মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মহিলা বিয়ে করার জন্য ডাক্তারকে চাপ দিচ্ছিলেন। তা থেকেই অশান্তি শুরু হয়। চিকিৎসক মহিলাকে হত্যা করে আত্মঘাতী হন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রাথমিক তদন্তে জানা যায়, চিকিৎসক ছিলেন বিবাহিত। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। তাঁরা দু’জনেই চিকিৎসক। ছেলে দেশের অন্য এক শহরে ডাক্তারি করেন। মেয়ে দিল্লিতেই চিকিৎসা করেন। মৃত মহিলার পরিবার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবার সকাল পৌনে আটটা নাগাদ রোহিনীর সেক্টর ১৩ অঞ্চলে ফোক্সভাগেন গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গাড়িটি ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ গাড়ির কাচ ভেঙে দু’টি দেহ উদ্ধার করে। মহিলার বুকে গুলি লেগেছিল। ডাক্তার গুলি করেছেন নিজের মাথায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রোহিনী পুলিশের ডেপুটি কমিশনার এস.ডি মিশ্র জানিয়েছেন, ‘ঠিক কি কারনে এই ঘটনা তা খতিয়ে দেখছে আমাদের টিম। আমরা দেখছি কোনও লিখিত বিবৃতি দিয়ে রেখেছেন কিনা ওই চিকিৎসক। 

RELATED ARTICLES

Most Popular