Homeএখন খবরগোটা পাড়ার বিল কী আমাকেই দিতে হবে? সোশ্যাল মিডিয়ায় সরব হরভজন

গোটা পাড়ার বিল কী আমাকেই দিতে হবে? সোশ্যাল মিডিয়ায় সরব হরভজন

ওয়েব ডেস্ক : কিছুদিন ধরেই সিইএসসি-র লাগামছাড়া বিদ্যুতের বিল নিয়ে সরব হয়েছিল কলকাতায় সাধারণ মানুষ। এর জেরে বিক্ষোভের ছবি সামনে এসেছে। তবে শুধুমাত্র কলকাতাতেই নয় গোটাদেশের ছবিটা একইরকম৷ শুধুমাত্র সাধারণ মানুষ নয় তারকাদের ক্ষেত্রেও একই অবস্থা। আকাশ ছোঁয়া বিদ্যুতের বিলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিভিন্ন তারকারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশও করতে দেখা গিয়েছে অনেককেই। সেই তালিকায় এবার যোগ হল হরভজন সিংয়ের নাম। তারকা প্লেয়ারের বাড়িতে প্রায় ৭ গুন বেশি বিদ্যুতের বিল পাঠানোয় হতবাক ভাজ্জি৷

এই নিয়ে রীতিমতো অসন্তুষ্ট হরভজং সিং৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। যদিও সেটা নিছক রসিকতার ছলে। টুইটারে হরভজন সিংতার বিদ্যুতের বিলের বিস্তারিত বর্ণনা দিয়ে সরবরাহকারী সংস্থাকে উদ্দেশ্য করে জানতে চেয়েছেন যে, সারা পাড়ার বিল তাঁর বাড়িতেই পাঠানো হয়েছে কিনা! এমনকি বিষয়টি আদানি বিদ্যুৎ সংস্থাকে ট্যাগ করে টুইটারে ভাজ্জি লেখেন, “এত বিল, সারা মহল্লার একসঙ্গে পাঠানো হয়েছে নাকি?? সাধারণ বিল থেকে ৭ গুন বেশি??? বাহ্!”

এদিন হরভজন তাঁর টুইটে দাবি করেছেন বিদ্যুৎ সংস্থার পাঠানো টেক্সট ম্যাসেজ অনুযায়ী তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটের বিদ্যুতের বিল এসেছে ৩৩,৯০০ টাকা। এই ঘটনার কয়েকদিন আগে পঞ্জাব সরকার হরভজনের খেলরত্নের মনোনয়ন প্রত্যাহার করায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেইসময় হরভজন নিজেউ সোশ্যাল মিডিয়ায় সেই বিতর্কে জল ঢেলেছিলেন। তিনি জানিয়েছিলেন, খেলরত্নের জন্য যে যোগ্যতামান বিবেচনা করা হয়, কিন্তু তাতে আটকে যাচ্ছেন বলে তিনি নিজেই পঞ্জাব সরকারকে মনোনয়ন প্রত্যাহার করার অনুরোধ করেন।

RELATED ARTICLES

Most Popular