Homeএখন খবরগাছ লাগানো নিয়ে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন দিলীপ ঘোষ

গাছ লাগানো নিয়ে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন দিলীপ ঘোষ

ওয়েব ডেস্ক : গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এবছর রাজ্য সরকারের তরফে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছিল। তা নিয়েই শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাত। গাছ লাগানোর নামে দুর্নীতি করছে রাজ্য সরকার, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গাছ লাগানোর ক্ষেত্রেও দুর্নীতি করছেন মুখ্যমন্ত্রী। তার মতে মুখ্যমন্ত্রী যে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন আদেও তার কোনো প্রকার পরিকল্পনা করেননি বলেই দাবি তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি।

এদিন দিলীপ ঘোষ বলেন, গাছ লাগানোর জন্য প্রতিবছর কেন্দ্রের তরফে মোট ৩টি প্রকল্পের টাকা পায় রাজ্য সরকার। কিন্তু রিপোর্ট অনুযায়ী যা গাছ লাগানো হয়েছে তার প্রায় ৪০ শতাংশই বিক্রি করা হয়েছে। তাঁর দাবি, যা গাছ লাগানো হয়েছে বলে রাজ্য সরকার দাবি করছেন তা আদৌ লাগানো হয়েছে কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি আরও বলেন, “নদিয়া জেলায় গাছ লাগানোর নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। ৭ টাকা করে যে কলাগাছের চারা বিক্রি হয় তা সরকারের তরফে তা কেনা হয়েছে ১৬ টাকা করে। ৬০ টাকার নারকেল গাছের চারার অর্ডার দেওয়া হয়েছে ২৬০ টাকায়।”
শুধু তাই নয় মুখ্যমন্ত্রী যে ৫ কোটি গাছ লাগানোর ঘোষণা করেছেন সে বিষয়ে আদৌ তিনি কোনো পরিকল্পনা করেছেন কিনা সে বিষয়েও মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছেন রাজ্য বিজেপি সভাপতি।

RELATED ARTICLES

Most Popular