(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঢাকা পুলিশ জানিয়েছে , বুধবার বিকেলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কেরানিগঞ্জের হিজলতলা এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে। ঘটনার সময় ওই কারখানার ভেতর অনেক শ্রমিক কাজ করছিলেন। মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত্র। আগুন নেভাতে মোতায়েন করা হয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রায় দু’ঘণ্টা ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাস্থলেই একজন মারা যান। বাকি আটজনের মৃত্যু হয় মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়। আহত আরও ২৬ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ড. সামন্তলাল সেন।মারা যাওয়া সবারই শরীরের বহিরাংশের প্রায় পুরোটাই পুড়ে গিয়েছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তার সাথে শ্বাসনালীও পুড়ে যাওয়ায় তাদের কাউকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান ড. সেন।আর যারা আহত অবস্থায় চিকিৎসাধীন, তাদেরও শ্বাসনালী দগ্ধ হওয়ার পাশাপাশি শরীরের ৭০% থেকে ৯০% পুড়ে গেছে বলে জানাচ্ছেন ড. সেন। বুধবার বিকেল চারটার দিকে কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার সময় শ্রমিকরা ভেতরে কাজ করছিলেন।পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।পরে ভেতর থেকে ২৭ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খোদ রাজধানী ঢাকার বুকে একের পর এক অগ্নিকাণ্ডে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। পূর্ববর্তী ঘটনাগুলি থেকে কোনও শিক্ষা নেওয়া হয়নি বলেও উঠছে অভিযোগ। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।