ওয়েব ডেস্ক : রাজ্যে করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক পুলিশকর্মী থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা। তাদের মধ্যে অনেকে ইতিমধ্যেই সুস্থ হয়ে কাজে ফিরেছেন, অনেকেই আবার করোনা যুদ্ধে পরাজিত হয়ে প্রাণ হারিয়েছেন। একই সাথে গত মাসেই করোনায় সংক্রমিত হয়েছিলেন কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা। এবার করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। মঙ্গলবার নবান্ন সভাঘরে ডিজি বীরেন্দ্রর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, ডিজি বীরেন্দ্র করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। জানা গিয়েছে, বেশকিছুদিন ধরেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। এরপর সন্দেহের বশে করোনা পরীক্ষা করালে মঙ্গলবার তাঁর রিপোর্ট এলে জানা যায় তিনি করোনায় সংক্রমিত। তবে করোনায় আক্রান্ত হলেও এখনও পর্যন্ত ডিজি-র শরীরে কোনোরকম করোনা উপসর্গ না থাকায় আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র।
তবে আচমকা কীভাবে তিনি সংক্রমিত হলেন তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। গত ৭ দিনে যারা ডিজি বীরেন্দ্রর সংস্পর্শে এসেছেন তাদের দ্রুত করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে এদিন নবান্নের সভাঘরের অনুষ্ঠানে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র উপস্থিত না থাকায় তাঁর পরিবর্তে এদিন রাজ্যের পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ।
পুরকায়স্থ বলেন, “কালীপুজো যাতে শান্তিপূর্ণভাবে মিটে যায় তার জন্য জেলাশাসক, পুলিশ সুপারদের একসঙ্গে বসে আলোচনা করে কাজ করতে হবে। করোনা সংক্রমণ যাতে আর না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।” প্রসঙ্গত, এদিকে সম্প্রতি করোনায় সংক্রমিত হয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। করোনাকে জয় করে কাজেও যোগ দিয়েছেন তিনি। এদিকে করোনায় সংক্রমিত হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কলকাতা ও রাজ্য পুলিশের একাধিক পুলিশকর্মী ও উচ্চপদস্থ আধিকারিকের। তবে সবাই যে করোনার কাছে পরাজিত হয়েছে তা কিন্তু নয়, অনেকে ইতিমধ্যেই করোনা যুদ্ধে জয়ী হয়ে পুনরায় কাজে ফিরেছেন।
অন্য দিকে ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৮৯১ জন আক্রান্ত, ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ১৩ হাজার ১১২জন। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন থেকে এই তথ্য জানা যায়। জানা গেছে, গত ২৪ ঘন্টায় করোনা থাবায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। ফলে আজ পর্যন্ত রাজ্যে করোনা থাবায় মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৪০৩ জনের। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৪১৫জন।