অরুণ কুমার সাউ ,তমলুক : তমলুকে মদের দোকান বন্ধের দাবিতে মদ বিরোধী নাগরিক কমিটির উদ্যোগে আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। তমলুকের জেলাশাসক অফিসের সামনে থেকে মিছিল করে আবগারি দপ্তরে আসে। এদিন এলাকার সহস্রাধিক মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে আবগারি সুপারের কাছে স্মারকলিপি জমা দেয়।
তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের রত্নালীর জেলা রেজিস্ট্রি অফিসের কাছে দুটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান খুললে এলাকায় মদ বিরোধী নাগরিক কমিটি গড়ে তুলে দলমত নির্বিশেষে দীর্ঘদিন আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের চাপে হাইকোর্ট করেও একটি দোকান বন্ধ হয়ে যায়। অপর একটি দোকান বন্ধ থাকলেও বারেবারে খোলার চেষ্টা করছে। এলাকায় মা-বোনেদের নিরাপত্তাও নষ্ট হচ্ছে এবং কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রী ওই এলাকা দিয়ে যাযতায়াত করে এবং পাশেই ধর্মতলার রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত করে। সমগ্র পরিবেশ কলুষিত হওয়ার সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতিতে মদ বিরোধী নাগরিক কমিটির উদ্যোগে দীর্ঘদিন নানান আন্দোলনের সাথে সাথে ৮ জুলাই জেলা আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। ডি এম অফিসে সামনে থেকে মিছিল করে আবগারি দপ্তরে আসে। এবং এলাকার সহস্রাধিক মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে আবগারি সুপারের কাছে স্মারকলিপি জমা দেয়।ডেপুটেশনে নেতৃত্ব দেন কমিটির যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, সঞ্জয় কর, সূর্য চক্রবর্তী, শম্ভু মান্না সহ অন্যান্যরা।
কমিটির যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম বলেন, এলাকায় দুটি মদ দোকান হওয়ার ফলে আমরা অতিষ্ঠ।এলাকায় দলমত নির্বিশেষে মদ বিরোধী নাগরিক কমিটি গড়ে তুলে আন্দোলন চালিয়ে একটি দোকান বন্ধ হলেও আরেকটি দোকান বারবার খোলার চেষ্টা করছে। তার বিরুদ্ধেই আজকে আমরা ৬ শতাধিক গণস্বাক্ষরসহ ডেপুটেশন দিলাম, আবগারি দপ্তরে। ‘আবগারি সুপার জে সি মন্ডল আমাদের জানালেন যে ওই দোকানটি জেলাশাসকের অর্ডার অনুযায়ী এখন বন্ধ রয়েছে। খুলছে না।’
পাশাপাশি তিনি আরো বলেন,এই সিদ্ধান্ত আমাদের কমিটির আন্দোলনের জয়। আবার যদি কোনভাবে দোকান খোলার চেষ্টা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।