মেষ – বাড়ির কারোর জন্য খরচ হতে পারে । পরিবারের সাথে সময় কাটান । দিনটি আনন্দে কাটবে । প্রিয়জনের সাথে ঝগড়া হতে পারে , বুঝে কথা বলুন । আজ দিনটি খুব স্বচ্ছন্দ এবং উদ্দীপনার সাথেই কাটবে ।
বৃষ – নিজের পরামর্শমতো আজ কোন ডাক্তারি চিকিৎসা না করাই ভালো । বাড়ির সাথে আলোচনা করে বড় সিদ্ধান্তগুলি নিন । আপনার লোক আপনার মনোবেদনার কারণ হয়ে উঠতে পারে । রাস্তাঘাটে সমস্যা থাকতেও পারে দেখে চলুন ।
মিথুন – আজ নিজের মনকে শান্ত রেখে সেই সমস্ত ক্রিয়াকলাপের নিযুক্ত হন যা আপনার ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে । আজ আপনার থেকে মতামত চাইতে পারে কেউ । আজ বাড়িতে সময় কাটান বাড়িতে বন্ধু আসতে পারে । সেই কারণে অর্থ ব্যয় হতে পারে । শরীরের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে । একটু দেখে চলুন ।
কর্কট – আজ দিনটি খুব সাবধানে কাটান , মিশ্র ফল পাবেন । আজ ব্যয় হতে পারে সেদিকে সতর্ক থাকুন । মেজাজ ভালো থাকবে । বাড়িতে মনোমালিন্য হয়ে থাকলে আজ তা মিটে যাবে ।
সিংহ – বাধা কাটিয়ে আজ আপনার জন্য ভালো সময় উপস্থিত হতে পারে । বদ অভ্যাস গুলো আজ শরীরের জন্য ভালো যাবে না । প্রিয়জনের সাথে সময় কাটান । স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন , প্রেমের সঙ্গীর সাথে আজ দিনটি উপভোগ করুন ।
কন্যা – আজকের দিনটি আপনার জন্য আনন্দের সাথে কাটবে । বিনিয়োগের জন্য দিনটি খুব ভালো লাভজনক। বাড়িতে সময় কাটান জরুরী কাজ আছে সেরে ফেলুন । অতিথির জন্য কোন প্ল্যান ভেস্তে যেতে পারে । সারাদিন উদ্বিগ্ন ভাবে কাটবে ।
তুলা – শরীরের দিকে আজ ভোগান্তি থাকবে না । ঋণশোধ হতে পারে সেই দিক দিয়ে আজ আর্থিক সমস্যা কিছুটা হলেও কাটবে । বাড়িতে ভালো কিছু খবর আসতে চলেছে । সন্ধ্যের দিকে পছন্দমত কাজ সেরে নিতে পারেন । পুরনো কোনো বন্ধুর খবর পেতে পারেন আজ
বৃশ্চিক – শরীরের দিক দিয়ে আজ সমস্যার সম্মুখীন হতে পারেন। বিনিয়োগের জন্য ভালো কোন উপদেষ্টার থেকে উপদেশ নিন । বাড়িতে কোনো সমস্যা হয়ে থাকলে তা আলোচনার ভিত্তিতে সমাধান করার চেষ্টা করুন । কোন খবর শুনে আজ মন খারাপ হয়ে যেতে পারে । খরচ সম্বন্ধিত কোন কারণ নিয়ে বাড়িতে মনোমালিন্য হতে পারে
ধনু – আজ সারা দিন আপনার মধ্যে শিশুসুলভ স্বভাবটা আপনি অনুভব করতে পারবেন । সারাদিন মেজাজ ভালোই থাকবে বাড়িতে শান্তি বজায় থাকবে । নতুন কোনো উদ্যোগ নেওয়ার দিন হতে পারে আজকে । আজ আপনার বিষয়ে কোনো ভালো কথা শুনে আপনার মন ভালো হয়ে যাবে ।
মকর – আজ কাউকে ধার না দেওয়াই ভালো । যারা মার্কেটিং এর সাথে যুক্ত তাদের জন্য দিনটি খুব ভালো । বাড়িতে বিয়ে নিয়ে কথা হতে পারে । শরীর নিয়ে সেরকম ভোগান্তি আজ থাকছে না
কুম্ভ – আপনি আজ মিশ্র ফল পাবেন । কাছের কারো প্রয়োজন অপ্রয়োজন বিষয় জানার চেষ্টা করুন । ভালোবাসাকে মূল্য দিন কাছের মানুষের থেকে দুঃখ পেতে পারেন । সিনেমা দেখতে পারেন বাড়িতে সময় কাটান । জীবনের বিষয়ে আজ সিদ্ধান্ত নেবার জন্য ভালো দিন ।
মীন – কর্মস্থলের পরিবর্তন হতে পারে আজ । কারও কাছে নিজেকে ছোট হতে পারে বুঝে চলুন । ভালো কাজের কদর নাও পেতে পারেন । কাছের কারো কারো কাছ থেকে সাহায্য পাবেন । প্রেমের জায়গাটা ভালো । শরীরের ভোগান্তি থাকবে