Homeএখন খবরপ্রধান, পঞ্চায়েত সচিব সহ চার তৃনমূল নেতাকে দায়ি করে আত্মহত্যা পঞ্চায়েত কর্মীর,...

প্রধান, পঞ্চায়েত সচিব সহ চার তৃনমূল নেতাকে দায়ি করে আত্মহত্যা পঞ্চায়েত কর্মীর, উত্তেজনা ডেবরায়

মৃতদেহ ঘিরে জনতা 

নিজস্ব সংবাদদাতা: মিড-ডে-মিলের   লক্ষ লক্ষ টাকা তছরুপের আভিযোগে চার তৃনমূল নেতা নেত্রীকে অভিযুক্ত করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক পঞ্চায়েত কর্মী। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ডেবরা পঞ্চায়েত সমিতির ভরতপুর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর তুষের আগুনের মত ধিকিধিকি জ্বলছে মানু্ষের ক্ষোভ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সুত্র জানতে পারা গেছে, মৃত পঞ্চায়েত কর্মীর নাম শিশির কুমার বেরা। ভগবানপুরের বাসিন্দা ও ডেবরায় পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভরতপুর গ্রাম পঞ্চায়েতের  কর্মী ছিল ৩৭ শিশির। বৃহস্পতিবার খুব সকালে বাড়ি থেকে ১০০মিটারের মধ্যেই একটি শিরিষ গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় শিশিরের দেহ। শিশিরের পকেট থেকেই উদ্ধার হয় একটি সুইসাইড নোট উদ্ধার হয়। যে নোটের মধ্যে শিশির লিখে গেছেন যে, ”সত্যপুর গ্রামপঞ্চায়েতের বর্তমান প্রধান পিয়ালী সিংহ পাত্র,  প্রাক্তন প্রধান মনীন্দ্রনাথ কামিল্যা, গ্রাম পঞ্চায়েতের সচিব সঞ্জয় বেরা এবং প্রধানের স্বামী গৌর সিংহের নাম উল্লেখ করে বলেছেন যে, আমার মৃত্যুর জন্য দায়ী এই চারজন।”

সেই সুইসাইড নোট 

শিশিরের কাছ থেকে উদ্ধার হওয়া ওই নোটে আরও লেখা আছে যে, ”আমি জি.আরের গম, মিড-ডে-মিলের চাল চুরি করিনি।”
বৃহস্পতিবার সকালে শিশিরের দেহ মেলার পরই আগুনের মত ক্ষোভ ছড়িয়ে পড়ে ভরতপুর এলাকায়।  ক্ষুব্ধ জনতা মৃতদেহ ঘিরে রাখে এবং দাবি করে যতক্ষন না ওই চারজনকে গ্রেপ্তার না করা হয় ততক্ষন মৃতদেহ তুলতে দেহ হবেনা। ঘন্টার পর ঘন্টা পুলিশ আটকে থাকে জনরোষের কারনে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাস্থলে ছুটে আসেন ডেবরা পুলিশের মহকুমা শাসক সমীর অধিকারী, ডেবরা বিডিও পিন্টু মিস্ত্রী। তাঁরা আশ্বাস দেন জনতার আভিযোগ গুরুত্ব দিয়ে দেখবে পুলিশ। আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হোক। বিডিও ও এসডিপিও র আশ্বাসের পরে জনতা মৃতদেহ সংগ্রহ করতে দেয় পুলিশকে।
শিশিরের পরিবারের অভিযোগ, জি.আর এবং মিড-ডে-মিলের চালের হিসাব নিয়ে গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গরমিল জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছিল শিশিরের ওপরে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিশিরকে  যে এই তছরুপের দায়ে জড়ানো হচ্ছে এটা শিশির বাড়ির লোককেও জানিয়েছিলেন। বুধবার অফিস বেরিয়ে রাতে বাড়ী ফেরেনি। পরিবারের সদস্যরা দাবি করেছেন, রাতে বাড়ি না ফেরায় শিশিরকে ফোন করা হলে প্রথমে তিনি বলেন, বাড়ি ফিরতে দেরি হবে। এরপর তার ফোন বেজেই গেছে ফোন ধরেননি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সিপিএম নেতা ও পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য নলিনী হেমব্রম জানিয়েছেন, ‘ আমরা জানতে পেরেছি মিড-ডে-মিলের চাল ও জি.আরের গম লুট করে বিক্রি করেছিলেন অভিযুক্তরা। গরীব মানুষগুলো সরকারের বরাদ্দ রিলিফ পাননা কারন সে সব বাইরে বিক্রি করে পঞ্চায়েতের দায়িত্ব প্রাপ্ত প্রধান, অধিকারিকরা। এরপর সেই গরমিলের দায় চাপিয়ে দেওয়া হয় সাধারন কর্মচারীদের ওপর। গতকাল শিশির বাবুকে এই চুরির দায় নিতে হবে বলে ১০লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। করেছিলেন অভিযুক্তরাই। নচেৎ তার বিরুদ্ধে এফআইআর করার হুমকি দেওয়া হয়।  সেই চাপ নিতে না পেরেই আত্মহত্যা করেছেন উনি।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একটি সূত্রে জানা গেছে বুধবার পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে বালিচকে অবস্থিত বিডিও অফিসের দিকে গিয়েছিলেন শিশির। সম্ভবত বিডিওর সাথে দেখা করতে গেছিলেন যদিও শেষ অবধি দেখা করেছিলেন কিনা জানা যায়নি। অন্যদিকে প্রধান দাবি করেছেন মিড-ডে-মিল বা জি আর প্রসঙ্গে কোনও গরমিল আছে বলে তাঁর জানা নেই আর কেন শিশির তাঁর নাম সুইসাইড নোটে উল্লেখ করেছেন সেটা তিনি বুঝতেই পারছেন না । পুলিশ জানিয়েছে, ওই নোট শিশিরেরই লেখা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

RELATED ARTICLES

Most Popular