সংবাদদাতা: এক অনন্য অভিজ্ঞতা! গভীর জঙ্গল সাফারি তে যার দেখা মেলেনা সেই দুর্লভ ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল রাস্তার ধারে! রবিবার এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে পাহাড় থেকে সমতল। যে ছবিতে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় খোস মেজাজেই বসে রয়েছে একটি ব্ল্যাক প্যান্থার। তার পাশ দিয়ে শব্দ তুলে চলে যাওয়া গাড়ি দেখেও কোনোও ভ্রুক্ষেপ নেই তার। তার ছবি তোলা হচ্ছে দেখেও নির্বিকার। এক সময় দেখা গেল গাড়ির পাশ দিয়েই হেলতে দুলতে চলে যাচ্ছে ব্ল্যাক প্যান্থার। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরালে তোলপাড় পশুপ্রেমীদের দুনিয়া। মাস খানেক আগে মিরিকে দেখা গিয়েছিল ব্ল্যাক প্যান্থার। এবারও সেই দার্জিলিং পার্বত্যাঞ্চলে দেখা দিল দুর্লভ প্রাণীটির। রবিবার দার্জিলিঙ পাহাড়ি রাস্তার ধারে ঝোপঝাড়ে দেখা মিলল বিলুপ্তপ্রায় প্রজাতির ব্ল্যাক প্যান্থারের ফের দেখা মেলায় উল্লসিত বন কর্তারা। বন দপ্তর বিভাগের বক্তব্য দিনের আলোতে ব্ল্যাক প্ন্যান্থারের দেখা পেয়ে ভিডিও করেছেন কোনও এক গাড়ির চালক। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখে অনুমান করা হচ্ছে সম্ভবত ঘটনাস্থল পুসিমবেং চা বাগানের এলাকায়। সেখানেই দেখা গিয়েছে ব্ল্যাক প্যান্থারটিকে। এর আগেও ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছে বন দপ্তরের ক্যামেরায়। এদিন দিনের আলোয় দেখা গেল। বন দপ্তরের আধিকারিকরা জানান সাধারণত দিনের আলোয় এদের সেভাবে দেখা মেলে না। এই ভিডিওটির সত্যতা, ঘটনাস্থল, এবং কখন কোথায় সেই বিষয়ে খোঁজ খবর নেবে বলে জানিয়েছে।
দার্জিলিংয়ের রাস্তায় দেখা মিলল দুর্লভ ‘কালো চিতা’র! হেলে দুলেই মিলিয়ে গেল ব্ল্যাক প্যান্থার
By News Desk
409
RELATED ARTICLES