মেষ – বন্ধুর সাথে ঝামেলা হতে পারে। কাজের জায়গাতে সমস্যা থাকবে। কাছের কারো জন্য মনে কষ্ট বাড়বে। পরিবারের সাথে বসে কথা বলুন। অতিরিক্ত ব্যয় হওয়ার কারণে মনে কষ্ট থাকবে। বাড়িতে বাবার জন্য মনে কষ্ট হবে।
বৃষ – কাজের জায়গাতে আজ সম্মান পাবেন। খেলাধুলায় নাম করবেন। বাড়ির কথা শুনে চলুন। সংসারে অশান্তি হতে পারে বুঝে কথা বলুন। সন্তানের ব্যাপারে কোনো ব্যক্তির সাথে আলোচনা করতে পারেন।
মিথুন – আজ নিজের উদারতা বেশি না দেখানোই ভালো। খমনির সূচক আজ ভেস্তে যেতে পারে। আজ আপনাকে কেউ ঠকাতে পারে বুঝে চলুন। আপনার কোন ঋণ মুকুব করতে পারে। প্রিয় কারোর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
কর্কট – কোন কাজের শুরু আজ খুব ভালো হবে। কর্মক্ষেত্রে ভালো সম্মান পাবেন আজকে। দূর থেকে আজ কোন ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো। প্রেমের জায়গাতে আজ মান বাড়বে। পরিবারের কোনো ব্যক্তিকে নিয়ে আসবি বাঁচাতে পারে। পরিবারের কোনো ব্যক্তিকে নিয়ে ভয় হতে পারে আজকে।
সিংহ – আগুন থেকে বেঁচে চলুন। বেশি আগুনের কাছে না যাওয়াই ভালো। অর্থ চুরি হতে পারি সাবধানে চলো। ব্যবসা শুরুর জন্য আজ খুব ভালো দিন। চাকরির জন্য আজ খুব ভালো সময় কাটবে।
কন্যা – বন্ধুর সঙ্গে আজ অর্থ ব্যয় হবে। সঙ্গীর সাথে কাটানো সময় আজ খুব ভালোভাবে কাটবে। আজ বেশি ভ্রমণ উচিত নয়। প্রিয় জনের কোন খারাপ খবর আসতে পারে । মন খারাপ থাকবে। বুঝে কথা বলুন ওশান্তি হতে পারে।
তুলা – ব্যবসায় কোন কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশায় আজ আসক্ত হয়ে পরিবারের সমস্যা হবে। শরীরের কোন ভোগান্তি হতে পারে। আজ পরিবারের কোন কারণের জন্য খরচ হবে। সাবধানে চলাফেরা করুন বিপদ হতে পারে। বুঝে চলুন ।
বৃশ্চিক – আপনার দুর্বলতার কেউ ভুল সুযোগ নিতে পারে। প্রেমের বিষয়ে দিনটি খুব ভালো। আপনার কথার ক্ষমতা আজ আপনার সম্মান বাড়াবে। আজ খুব জটিল কিছু করতে চলেছে আপনার সাথে। খুব ভালো যোগাযোগ আজ আপনার সাথে হবে। পাওনা আদায়ে সমস্যা ভোগান্তি থাকবে।
ধনু – বিবাহিতরা বুঝে কথা বলুন সমস্যা হতে পারে। কাজের চাপের মধ্যে থাকবে আজ । বুদ্ধি নষ্ট হতে পারে । সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। কাজের জায়গাতে ব্যস্ততার জন্য শরীরের ভোগান্তি থাকবে।
মকর – শরীরের ভোগান্তি থাকবে বুঝে চলুন। কাজের জন্য সুনাম বাড়বে। বাড়ির কারোর শরীর খারাপ হতে পারে। শরীরে রোগের কারণ মানসিক চাপ হতে পারে। বুঝে চলুন ভালভাবে থাকুন এবং সাবধানে থাকুন।
কুম্ভ – ব্যবসায় অশান্তি থাকবে বুঝে কথা বলুন। দূরের কারোর সাথে আজ আলাপ হতে পারে। ব্যবসায় কারোর সঙ্গে ঝামেলা বাড়তে পারে টাকা-পয়সার দিকে পরিষ্কার থাকুন। প্রেমের জায়গাতে সম্মান বৃদ্ধি পাবে।
মীন – ভালো ব্যবসার সুযোগ হাতছাড়া হতে পারে সাবধানে চলুন। দুর্ঘটনা থেকে আজ সাবধানে চলুন। প্রতিবেশীর সাথে বিবাদে না যাওয়াই ভালো। যথেষ্ট পরিশ্রম থাকা সত্বেও সেই মতন অর্থ পাবেন না।