Homeএখন খবরআজকের রাশিফল ।। ৮ই নভেম্বর

আজকের রাশিফল ।। ৮ই নভেম্বর

রাশিচক্র আজ কি ইঙ্গিত দিচ্ছে, জেনে নিননিউজ ডেস্ক: আজ রবিবার, ৮ নভেম্বর, ২০২০। বাংলা হিসেবে ২২ শে কার্ত্তিক, ১৪২৭। আজকের দিনটি কেমন যাবে, জেনে নিন রাশিফল দেখে।

মেষ রাশি: আজকের দিনটি আপনি নিজেকে খুব শক্তিশালী অনুভব করবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন কিন্তু নিজের গোপন কথা কারও সাথে শেয়ার করবেন না। ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে।

বৃষ রাশি: আজ কোনো ভালো খবর পেতে পারেন। ঘরে আত্মীয়দের সমাগম হবে।। জুয়া, ফাটকাবাজি এসব থেকে নিজেকে দূরে রাখবেন। আজ ব্যয়ের ঝোঁক বেশি দেখা যাচ্ছে। জীবন সাথীর সাথে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। ঘরের বয়স্কদের প্রতি নজর দিন।

মিথুন রাশি: আজকের দিনটি ব্যস্ততা পূর্ণ থাকবে। কর্ম ক্ষেত্রে নানান চিন্তা ঘিরে ধরবে তবে হঠাৎ ধন প্রাপ্তি হতে পারে। পরিবারের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পেলেও জীবন সাথীর সাথে মতপার্থক্য দেখা দিতে পারে। কোথাও ভ্রমণের সময় বা যাত্রাকালে সাবধান থাকবেন। অচেনা লোক থেকে সতর্ক থাকুন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

কর্কট রাশি: আজ গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে পরিবারের সকলের সহযোগিতা পাবেন। ব্যবসায় আর্থিক লাভের যোগ প্রবল সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ। শরীর স্বাস্থ্য ভালো যাবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। আজ আপনার বেশিরভাগ কাজে সফলতা আসবে।

সিংহ রাশি: আজকের দিনটি খুবই ভালো কাটবে নিজের সকল দায়িত্ব আপনি সফলতার সাথে পালন করতে পারবেন। মানসিক শক্তির বৃদ্ধি হবে। কোন নতুন কিছুতে বিনিয়োগ করতে পারেন। জীবন সাথীর সঙ্গে ভালো সময় কাটবে। নতুন কোন লোকের সাথে পরিচয় হতে পারে।

কন্যা রাশি: আজকের দিনে জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবেন। দিন মোটামুটি কাটবে। নতুন কোন কাজ শুরু করতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। নতুন কোন লোকের সাথে পরিচয় হতে পারে, তবে অচেনা কোন ব্যক্তির ওপর ভরসা করবেন না।

তুলা রাশি: আজকের দিনটি দারুন কাটবে। আপনি যে কাজে হাত দিন না কে, সফলতা পাবেন। পুরনো কোনও আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হবে। আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। ঘরের ছোট এবং বয়স্ক সদস্যদের খেয়াল রাখুন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। নতুন কোন ব্যবসায় বিনিয়োগ করার সুযোগ আসতে পারে।

বৃশ্চিক রাশি: আজ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করুন। সকলে মিলে কোথাও ঘুরে আসুন। শত্রুরা আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, সতর্ক থাকুন। নতুন কোন কাজে বিনিয়োগ করতে পারেন। পা বা হাড়ের কোন সমস্যায় ভুগতে পারেন। ঘরের বয়স্ক সদস্যদের খেয়াল রাখুন আর নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন।

ধনু রাশি: বিভিন্ন কাজে আজ সফলতার যোগ দেখা যাচ্ছে। আজ সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায় উন্নতির প্রবঞ্চক দেখা যাচ্ছে আর্থিক সমস্যা দূর হবে। শিক্ষার্থীদের বেশি পরিশ্রম করতে হবে। আজ নতুন কোন কিছুতে বিনিয়োগ করবেন না।

মকর রাশি: আজ আপনার দিনটি খুব ভালো কাটবে নতুন কোন কাজ শুরু করতে পারেন। জীবনসাথীর পূর্ণ সহযোগিতা পাবেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে। নতুন কোন লোকের সাথে পরিচয় হতে পারে।

কুম্ভ রাশি: আজ কথাবার্তা ভেবে-চিন্তে বলুন। জীবন সাথীর সঙ্গে ভালো বোঝাপড়া থাকবে। আজ আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন, নিজের সব কাজ সুষ্ঠুভাবে পালন করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। ব্যবসায়ীদের আর্থিক লাভের যোগ রয়েছে। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন‌। চিন্তা করে ব্যয় করবেন।

মীন রাশি: আজকের দিনটি আপনার জন্য ব্যয় বহুল হবে। এর ফলে আপনার পুরো মাসের হিসেবে যেতে পারে। আজ হতাশা আপনাকে ঘিরে ধরবে তবে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আজ বিপরীত স্থিতি সৃষ্টি হতে পারে তবে পরিবারের পূর্ণ সহযোগিতা আপনার চিন্তা দূর করবে। নিজের শরীর স্বাস্থ্যের যত্ন নিন। শত্রুরা আপনার ওপর নিজের প্রভাব বিস্তার করতে পারে। যাত্রা করার সময় সতর্ক থাকুন। কারও কথায় কান দেবেন না।

RELATED ARTICLES

Most Popular