Homeএখন খবরHoroscope: আজকের রাশিফল ; ৫ই জুলাই ২০২১

Horoscope: আজকের রাশিফল ; ৫ই জুলাই ২০২১

আজ ৫জুলাই, ২০২১ বাংলার ২০ ই আষাঢ় ১৪২৮ সন, সোমবার। সপ্তাহের প্রথম কাজের দিন। কী আছে ১২টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে,কেমন থাকবেন, দেখে নিন।

মেষঃ সপ্তাহের প্রথম কাজের দিনে আপনার খরচ বাড়লেও, আয় বৃদ্ধি পাবে। অন্যদের থেকে আজকের দিনে কিছুটা প্রশংসা পাবেন। আপনার মতামত জানালে, পরিবারের লোকেরা তা সমর্থন জানাবে। অন্যের ভুলগুলো ক্ষমা করতে পারলে ভালো বন্ধু পেয়ে যাবেন।

বৃষভঃ আশেপাশের মানুষের আজ আপনার কাছে প্রচুর চাহিদা। এটা দাও, ওটা দাও দাবি থাকবে। সব্বাইকে সন্তুষ্ট করার চেষ্টা করবেননা। আজকের দিন হাসিখুশিতে কাটানোর জন্য। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। আজ কিছু কিনতে ইচ্ছে করলে না কিনে বরং অন্য আরেকদিনের জন্য রেখে দিন।

মিথুনঃ আজ আপনার সন্তানের জন্য পুরস্কার, স্বীকৃতি আসতে পারে যা আপনাকে আনন্দ দেবে। ব্যস্ত সিডিউলের মাঝেও শরীর সুস্থই থাকবে। ব্যস্ততার দিন শেষে নিজের জন্য কিছুটা সময় পাবেন। অন্যের পরামর্শে অর্থ বিনিয়োগ করেও লাভের সম্ভবনা।

কর্কটঃ অবসর সময়টা মেডিটেশন করুন। ধার্মিক হলে ধর্মীয় কাজে ব্যস্ত রাখুন। কোনও কারণেই উত্তেজিত হবেননা। নাহলে সমস্যায় পড়বেন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। আর্থিক সমস্যার নিষ্পত্তি হয়ে আজ লক্ষ্মীলাভের যোগ রয়েছে।

সিংহঃ আজ পরিবারকে সময় দিতে গিয়ে পারবেননা। প্রিয়জনদের কাছ থেকে কিছু সুবিধা পেতে পারেন। সুযোগের সদব্যবহার করা উচিৎ। যদি নেশাসক্ত হয়ে থাকেন তবে আজ একটু সাবধানে চলাফেরা করবেন।

কন্যাঃ আজ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। পুরনো অসুখ থেকে আজকের দিনে মুক্তি পাবেন। ভালোবাসার মানুষ আপনার জন্য আজকের দিনে বিশেষ কিছু করবে। যদি নতুন কোনও উদ্যোগ নেন তবে সহজেই পুঁজি জোগাড় হবে ।

তুলাঃ আজকের সন্ধ্যায় অবসর কাটান আপনার তার সাথে। অনকেটাই দিতে পারবেন নিজেকে। যদি কোন বিপদগ্রস্ত মানুষ সাহায্য চায়, সাধ্যমত সাহায্য করুন। মন ভালো থাকবে। এই রাশির পড়ুয়ারা ফাঁকা সময়ে নিজের কাজ সেরে রাখুন। পুরানো বিনিয়োগ থেকে আজ লাভবান হবেন।

বৃশ্চিকঃ পুরো দিনটাই আপনার। সময় কাটানোর পরিকল্পনা করে নিন। ভালোবাসার মানুষের সঙ্গে সেরা সময় কাটবে আজ। আজকের দিনে কিছুটা বিশ্রাম প্রয়োজন আপনার। বই কিনে নিজেকে গৃহবন্দী করতে পারেন। আজকের দিনে কিছুটা আমোদ প্রমোদের প্রয়োজন। আগেই বলা হয়েছে একটা প্ল্যান ছকে নিন নিজের এবং অন্যকে দেওয়ার জন্য।

ধনুঃ নিজেকে সংযত করুন, কারণ বন্ধুর সাথে কলহের সম্ভবনা। অতৃপ্তি থাকবে কিন্তু মানসিক চাপ নেবেননা তাতে অযথা হতাশা বাড়বে। অর্থনৈতিক সমস্যার কারণে কিছু গুরুত্বপূর্ণ কাজ আটকে যাবে। আত্মীয় এবং বন্ধুরা কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ করতে পারে, নির্দ্বিধায় যান কিন্তু আলোচনার সময় তর্কে জড়াবেননা।

মকরঃ আপনার মতামত আপনার কাছে গুরুত্বপূর্ণ হলেও পাশের মানুষটি না চাইলে তার ওপর সেই মতামত মেনে নিতে জোর করবেননা। আত্মীয়দের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার সময় সতর্ক থাকুন। ব্যবসায়ীদের জন্য আজকের দিন শুভ। প্রিয় মানুষটিকে আজ সঙ্গ দিন কিছুটা।

কুম্ভঃ যদি আত্মীয় পরিজনদের বাড়িতে যেতে মন চায় ঘুরে আসুন। ভালো লাগবে। পাইকারি বিক্রেতাদের কাছে আজকের দিন শুভ। ঋণ নিয়ে ফেরত দেয় না এমন বন্ধুর থেকে দূরে থাকাই মঙ্গলের। আজ ভাবের ঘোরে নয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন যুক্তির ওপর দাঁড়িয়ে, পূর্বাপর বিবেচনা করে।

মীনঃ ও পাশের মানুষটির সঙ্গে মনোমালিন্য হতে পারে তাই সাবধানে থাকুন। বরং আজ বন্ধুযোগ ভালো। আপনার বন্ধুরা আপনাকে বেশকিছু খুশির মুহূর্ত উপহার দেবে। যদি সঙ্গীকে সময় দেওয়ার কথা দিতে চান আজ বাদ দিন। একটুও সময় দিতে পারবেননা। অনর্থক কথার খেলাপ হবে। বন্ধুর সাহায্যে আর্থিক সমস্যা মিটে যেতে পারে।

 

RELATED ARTICLES

Most Popular