আজ বুধবার ২৮শে জুলাই, ২০২১ বাংলার ১১ই শ্রাবণ, ১৪২৮। গ্রহ নক্ষত্র অবস্থানের জন্য আপনার রাশি আপনাকে কী ফল দিতে পারে জেনে নিন।
মেষঃ দিনটি আপনার জন্য শুভ। আর্থিক লক্ষণ খুবই ভালো, আয় বা লাভের সম্ভবনা উজ্জ্বল। শত্রুরা চাইলেও ক্ষতি করতে পারবেনা। কিন্তু সন্তান আপনাকে সমস্যা বা জটিলতায় ফেলবে আর আপনার নিজের জন্য দুর্ঘটনা ফাঁড়া এবং শারীরিক আঘাত পাওয়ার সম্ভবনা স্পষ্ট। ঘরের বাইরে একান্ত বের হতে গেলে সাবধান হন। বিয়ের কথাবার্তা এগুতে পারেন। প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা আরো গাঢ় হবে।
বৃষভঃ আপনার জন্যও দিনটি শুভ। কর্মক্ষেত্রে খুবই সাফল্য ও বসের নেক নজরেই থাকবেন। আর্থিক চাপ থাকবে। ক্ষতিকারক শত্রুদের থেকে সাবধান। আজ ওরা ক্ষতি করতে পারে যদিও আপনার সন্তান শেষ সময়ে আপনার বিপর্যয় রুখে দেবে। বিদ্যায় বাধা রয়েছে। আজ বিয়ের আলোচনা করবেননা।
মিথুনঃ আজ শরীর ভালো যাবেনা। কর্মযোগ ভালো রয়েছে। প্রমোশন পেতে পারেন। আজ বকেয়া অর্থ ফেরৎ পেয়ে যেতে পারেন আবার অন্যসূত্র থেকেও অর্থ আসতে পারে। তবে কর্মে শত্রুতা রয়েছে। আজ পার্টনারশিপ উদ্যোগ না নেওয়াই ভালো। শত্রুরা খুব সফল হবেনা। প্রেম আসবে জীবনে। বিয়ের আলোচনা এগুতে পারেন।
কর্কটঃ দিনটি আজ সৌভাগ্যজনক। নতুন কোনও কাজের অফার আসতে পারে। আর্থিক দিক ভালো নয় একটু চাপেই থাকবেন। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ যোগ। সন্তানের জন্য শুভফল লাভ করবেন। তবে শত্রুরা ক্ষতি করতে পারবেনা। বিবাহ বা প্রেমের যোগ ভালো। পাকা দেখা ও বিয়ের যোগ ভালই রয়েছে।
সিংহঃ সিংহ রাশির জাতিকারও সৌভাগ্যের অধিকারী। কর্মে যথেষ্ট সফল আর্থিক দিক থেকেও পরিষ্কার যে ভালো আয় পেতে পারেন। প্রেম আসবে, বিয়ের কথাও এগিয়ে নিয়ে যেতে পারেন। বাবা মা আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করবেন। না দিতে পারেন তবে নিজে সঙ্গ দিন। ওঁদের আশীর্বাদ পাবেন।
কন্যাঃ কোথাও বেড়াতে চলে যান। এবং গিয়ে বিতর্ক থেকে দূরে থাকুন। যোগ ব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখুন। নতুন কিছু ভাবনা শুরু করার আগে সঙ্গীর থেকে পরামর্শ নিন। আর্থিক দিক থেকে আজকের দিনে স্বচ্ছল থাকবেন।
তুলাঃ প্রতিযোগিতামূলক স্বভাবের কারণে যে কোন প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবেন। আজকের দিনে গহনা কিনতে
যেতে পারেন। সঙ্গীর সঙ্গে ভালোবাসা ভাগ করে নিন। যোগ ব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখুন। সন্তানদের ভালোবাসার ছোঁয়া পেতে পারে।
বৃশ্চিকঃ পড়ুয়ারা আজকের পড়া আজই শেষ করুন। যে কাজ আপনাকে শান্ত রাখে, এমন কাজ করুন আজকের দিনে। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। ব্যবসায়ীদের আজ ব্যবসার কাছে কিছু ক্ষতি হতে পারে।
ধনুঃ পার্টনারশিপ ব্যবসায় আজ কিছু জটিল বিষয় আসতে পারে। সন্তান ভোগাতে পারে। অন্যদের উপদেশ শুনলে উপকৃত হবেন। শখ পূরণের ক্ষেত্রে অনেকটা সময় দিতে পারবেন আজকে। পড়ুয়াদের কাছে আজকের দিন শুভ। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে ভালো ভাবে দেখে নেবেন।
মকরঃ আর্থিক দিকটি মোটামুটি। পরিবারের কেউ আপনার সঙ্গে সময় কাটাতে চাইলেও, আপনার কাছে সময় থাকবে না। বেশি কাজে না জড়িয়ে আজকের দিনে কিছুটা বিশ্রাম নিন। পিকনিকে গিয়ে জীবনে প্রেম আসতে পারে। ব্যাঙ্কের কাজ করার সময় সাবধানে করবেন। সন্তানদের জন্য গর্ব অনুভব করবেন।
কুম্ভঃ আপনার আয় যোগ ভালো। বিনিয়োগ করতে পারেন। সঙ্গীর কোন অভ্যাস আপনার খারাপ লাগতে পারে। অন্য মানুষের কথায় লান দিয়ে নিজের সমস্যার সমাধান খুঁজুন। এই রাশির ব্যক্তিদের বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। সময় এবং অর্থকে মূল্য দিতে শিখুন। আজ প্রেমে বন্যা রয়েছে।
মীনঃ আর্থিক দিক মাঝারি। আয়ের চেয়ে বেশি ব্যয় করে সঙ্কট আসতেপারে।সঙ্গীর বা সঙ্গিনীকে সময় দিন। কোনও বিনোদনমূলক অবস্থা হিসাবে সিনেমা থিয়েটারে দেখতে পারেন ২জনে। দুর্দশাগ্রস্থ মানুষদের সাহায্য করলে, মন ভালো থাকবে। সঙ্গীকে সময় না দিলে, সে কষ্ট পেতে পারে। জীবনের অর্থের গুরুত্ব বুঝে, তা খরচের নয় সাশ্রয়ের দিকে মন দিন।