Homeএখন খবরHoroscope: আজকের রাশিফল; ২৭শে জুলাই'২০২১

Horoscope: আজকের রাশিফল; ২৭শে জুলাই’২০২১

আজ সোমবার ২৭জুলাই ২০২১, বাংলা ৯ই শ্রাবণ ১৪২৮ সন। দেখুন ১২ রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য

মেষঃ দিনটা হাতের মুঠোয়। পরিশ্রম স্বল্প, লাভ বেশি।  বিশেষ কিছু না করেও, অন্যের নজরে আসবেন আজকে। নিজের শরীরের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে বস আপনার কাজের প্রশংসা করবে। ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষভঃআপনার সামাজিক চেতনা আজ আপনাকে উৎসাহিত করায়। সমাজসেবায় মন টানবে। জীবনের দীর্ঘ দিনের সমস্যার থেকে মুক্তি পাবেন আজকে। এই রাশির ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় সঠিক শব্দ বেছে নিন। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা আর্থিক দিক থেকে উপকৃত হবেন।

মিথুনঃ আজ হাত খরচের বহরটা বেশি। সন্ধ্যের সময় আত্মীয়রা বাড়িতে আসতে পারে। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে নিজের ভালো লাগে এমন কিছু করুন। আপনার সুনাম নষ্ট করছে, এমন ব্যক্তির থেকে দূরে থাকুন। বাড়ির চারপাশের ছোট জিনিসে কিছুটা অর্থ ব্যয় করতে পারেন আজকে।

কর্কটঃ ঋণ দিতে গিয়ে বিপদে পড়তে  পারেন। কাউকে ঋণ দেওয়ার আগে ভালো করে কথাবার্তা বলে নেবেন। সময়ের সঠিক ব্যবহার করে, ফাঁকা সময়ে ভালো কাজ করুন। বেশি চিন্তা করার প্রয়োজন নেই, সুখ জীবনে আসবেই। পরিবারের জন্য সুখবর আসতে পারে।

সিংহঃ আজ মনটা আপাত দুনিয়ার বাইরে যেতে চায়। মনে হবে সংসারটা মিথ্যা। কোন ধর্মীয় স্থানে বা অন্য কোথাও  যেতে মন চাইবে। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা খুব চটপটে থাকবে। ভালোবাসার মানুষের জন্য সারপ্রাইজ প্ল্যান করুন। বাড়ির বাইরে যাওয়ার আগে বড়দের থেকে আশির্বাদ নেবেন।

কন্যাঃ অফিসের সমস্যা দূর করতে গিয়ে, জীবনে উত্তেজনা আসবে। পরিবারের ইচ্ছে মত কিছু করুন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। আত্মীয়দের সম্পর্কে আপনি যা ভেবেছিলেন, তাঁরা তার থেকে অনেক ভালো হবে।

তুলাঃ আপনার মিষ্টি স্বভাব, সকলের চোখে আপনাকে সেরা করবে। বাচ্চাদের সাহায্য অর্থ উপার্জনের পথ পাবেন। ভালোবাসার মানুষের কিছু সমস্যা হতে পারে আজ। সন্তানদের কারণে এই রাশির ব্যক্তিরা গর্ব বোধ করবেন।

বৃশ্চিকঃ চারপাশের মানুষের দ্বারা বেশি প্রভাবিত হবেন না। মেধার দ্বারা অক্ষমতাকে জয় করতে পারবেন। ভালোবাসার মানুষকে কোন খারাপ কথা না বলাই ভালো। বাড়ির চারপাশের ছোট জিনিসের পেছনে অর্থ ব্যয় করে, মানসিক অশান্তিতে ভুগবেন।

ধনুঃ দিনের বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটানোর পর বুঝবেন, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। শরীরকে সুস্থ রাখতে যোগ ব্যায়াম করুন। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।

মকরঃ কর্মক্ষেত্রে আজকের দিন সেরা হবে। আজ এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। নিজের জন্য সময় বের করলেও, অফিসের কাজে আটকে পড়বেন। ভালোবাসার মানুষের সঙ্গে একটি ভালো সময় কাটানো প্রয়োজন আজকে।

কুম্ভঃ ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। আজকের দিনে খেলাধূলায় নিযুক্ত থাকুন। এই রাশির পড়ুয়াদের পড়াশুনা না করে বন্ধুদের পেছনে সময় কাটানো ঠিক নয়। পরিবারের সকলের সঙ্গে কোথাও যাওয়ার কারণে, কিছুটা অর্থ ব্যয় হবে।

মীনঃ আজ দিনটা একটু সঙ্কটের। ভালোবাসার মানুষের কিছু সমস্যা হতে পারে। সমাজসেবার দিকে নজর দিন। আর্থিক স্বচ্ছলতা নাও থাকতে পারে আজকের দিনে। আজকের দিনে করা অফিসের কাজ ভবিষ্যতে কাজে দেবে। প্রেমিক বা প্রেমিকা কোথাও অপরের কাছ থেকে আঘাত পাবেন।

RELATED ARTICLES

Most Popular