মেষ – আজ সংসারে সুখ শান্তি ফিরে আসবে। শরীরের ভোগান্তি থাকবে। আজ নিয়মিত কাজের ব্যাঘাত আসবে। বাড়ির কোনো কাজ আজ আসলে তা ছাড়বেন না , করার চেষ্টা করবেন। পরিবারের সন্তানের ব্যাপারে চিন্তা থাকবে
বৃষ – পথে কোনো বাধা আস্তে পারে। পরিবারের কোনো বিষয় নিয়ে মানসিক চাপ আসবে। জ্বর জ্বালার ভোগান্তি থাকবে। নতুন কোনো বাড়ির নির্মাণ হতে পারে। আপনারই করা কোনো কাজ আপনাকে খুব গর্বিত করবে
মিথুন – আজ আপনার জন্য সব ধরনের কাজের সাফল্য আসবেই। প্রেমের ব্যাপারে জটিলতা থাকবে। মানসিক ব্যাধি থাকবে। কোনো অজানা উৎস থেকে আয় হতে পারে।
কর্কট – প্রতিবেশীর কথায় আজ কান দেবেন না। শারীরিক দুর্বলতা আজ থাকবেই। কাওকে কোনো কথা দিয়ে থাকলে আজি তা পূরণের চেষ্টা করুন। ভ্রমন নিয়ে আলোচনা না করায় ভালো।
সিংহ – কাজের জায়গাতে চিন্তা থাকবে , চাপ ও থাকবে। আজ পড়ুয়াদের জন্য ভালো খবর অপেক্ষা করে আছে হয়ত। শত্রু পক্ষয়ের সাথে সমজে চলুন।
কন্যা – অপরিচিতের সাথে ভালো ব্যবহার করুন। কোনো রোগ আজ বৃদ্ধি পাবে। স্ত্রীর আবদার পূরণ করার চেষ্টা করুন। সন্তান কে নিয়ে চিন্তা থাকবে , মাথা ঠান্ডা রেখে চলুন।
তুলা – ব্যবসায় কোন বিপদ হতে পারে । প্রতিবেশীর কথা আজ না শোনাই ভালো। খারাপ কোন চিন্তা মনে কষ্ট দেবে । লটারিতে ভালো ভালো করবেন । বন্ধুদের জন্য ক্ষতি হতে পারে
বৃশ্চিক – বাড়ির করে চিকিৎসার জন্য খরচ হবে । আজ অশুভ কোন খবর আসতে চলেছে , শরীরে ভোগান্তি আছে । পরিবারের কারো সাথে সম্পত্তি নিয়ে বিবাদ হবে । সমাজের সুনাম হবে । ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হবে । চাকরি জায়গাতে উন্নতি হবে ।
ধনু – প্রেমের জায়গাতে আজ কোন জটিলতা তৈরি হতে পারে । শরীরে কোনো ক্ষত থাকবে । প্রবাসীদের জন্য দিনটি ভালো যাবে। কোন পাওনা আদায় হতে পারে । লজ্জাহীন কোন কাজ আপনার দারা আজ হতে পারে । সাবধানে চলুন বুঝে চলুন বাড়িতে অতিথির কারণে ব্যয় হতে পারে ।
মকর – সন্তানের জন্য আর চিন্তা বাড়বে খরচ বাড়বে । প্রবাসী বন্ধু আত্মীয় জন্য মন খারাপ হবে । ব্যবসার জন্য খরচ থাকবে। অজানা কোন উৎস থেকে আয় হতে পারে । খেলাধুলায় বিশেষ পুরস্কৃত পুরস্কৃত হতে পারেন । অতিরিক্ত রাগ আজ আপনার ধ্বংসের কারণ হতে পারে ।
কুম্ভ – আজ আপনার মনোভাব আপনার অশান্তির কারণ হতে পারে । ব্যবসার জন্য ভালো সুযোগ আসবে আর্থিক ব্যাপারে সাহায্য মিলবে । কোন পাওনা আদায় হতে পারে পেটের সমস্যা মিটে যাবে । প্রেমের জায়গাতে আনন্দ পাবেন । কোন মহিলা থেকে আজ বেঁচে চলুন । চিকিৎসার জন্য খরচ হতে পারে বুঝে চলুন।
মীন – মানসিক অবস্থা আজ ভালো থাকবে না । পুরনো কোন শত্রু আপনার ক্ষতি করতে পারে । বাড়িতে সমস্যা হতে পারে । কিন্তু তা মিটে যাবে কোন পাওনা আদায় করতে গিয়ে আপনাকে ঠকতে হবে । আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে লিভারের সমস্যা ভোগান্তি হতে পারে ।