Homeরাশিফলআজকের রাশিফল । 25 সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন !

আজকের রাশিফল । 25 সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন !

মেষ – প্রিয়জনের থেকে ভালোবাসা আজ পাবেন। সারাদিন মানসিক চাপ থাকবে । গান শুনুন মন আজ স্থির রাখা খুব প্রয়োজন। পেটের যন্ত্রনা নিয়ে ভোগান্তি থাকবে।দামি জিনিস পেতে পারেন , কোনো প্রিয়জনের থেকে।

 

 


বৃষ – রাস্তা ঘাটে দেখে শুনে চলাফেরা করুন। স্ত্রীর সাথে তর্ক আজ না করাই ভালো। বাবার জন্য শরীর খারাপ যেতে পারে সেটা নিয়ে চিন্তা না করাই ভালো। কারোর ভালো ব্যবহারে প্রভাবিত হয়ে আজ নিজের গোপন কথা না বলাই ভালো।

 


মিথুন – ব্যবসার ক্ষতি হবে। দাঁত এর কোনো সমস্যাতে ভোগান্তি হবে। বাড়ির অশান্তি হতে পারে , সেটা নিয়ে বেশি না ভাবাই ভালো। দূরে ভ্রমন করতে পারেন। আজ সঞ্চয় করার চেষ্টা করুন।

 

 

কর্কট – পথ ঘাটের কোনো সমস্যা থাকলে , তা আজ খুব বুঝে চলুন। বাড়িতে মাঙ্গলিক কোনো কাজ করার থাকলে আজ সেরে ফেলুন । হটাৎ কোনো কিছু করে , প্রাপ্তি আছে। চোখ নিয়ে সমস্যা হতে পারে।

 

 


সিংহ – আজ মাঙ্গলিক কোনো কাজ করার থাকলে সেটার ফেলুন। জমি জায়গা নিয়ে অশান্তি হতে পারে বুঝে চলুন। অতিরিক্ত রাগ আপনার কাজের ক্ষতি করবে। পুলিশি ঝামেলা থাকলে আজ তা থেকে মুক্তি পেয়ে যাবেন।

 

 

কন্যা – কোনো অপ্রিয় ব্যক্তি থেকে সত্য শুনে মনে কষ্ট পেতে পারেন। সুগার সম্বন্ধিত সমস্যা হতে পারে । ছোট কারোর থেকে সাহায্য নিতে হতে পারে।

 

 

তুলা – প্রেমের জায়গাতে অশান্তি হতে পারে। খুব দূর সম্পর্কের কারোর সাথে সমস্যা হতে পারে। আজ দীর্ঘদিনের পুরোনো কোনো অসুখ থেকে মুক্তি পাবেন। সপরিবারে ভ্রমন হতে পারে। আজ কাউকে অন্ধের মত বিশ্বাস না করাই ভালো।

 

 

বৃশ্চিক – কাজের জায়গাতে ভালো কাজের জন্য সম্মান পাবেন। যাদের হৃদ রোগের কোনো সমস্যা আছে তাদের জন্য আজ কোনো ভোগান্তি থাকতে পারে। সন্তানের কাজের জন্য নিজের সম্মান বাড়বে। বন্ধু বিবাদ হতে পারে , বুঝে যথা বলুন।

 

 


ধনু – ভালো কথাতেই আজ না হওয়া কোনো কাজ হয়ে যাবে। হজমের সমস্যা আজ থাকবে। বিদ্যুতের কোনো জিনিসের থেকে দূরে থাকুন। বুঝে যথা বলুন সমস্যাতে পড়তে পারে

 

 

মকর – বাইরের কারোর জন্য অশান্তি হতে পারে। খুব দামি কিছুর প্রাপ্তি হতে পারে। কাজের জায়গাতে জটিলতা থাকবে। পরিবারের সাথে ভ্রমন খুব ভালো হবে। কাজের জায়গাতে সাবধানে থাকুন , বিপদের সম্ভবনা আছে

 

 


কুম্ভ – আজ শরীরের পরিস্থিতি একটু খারাপ যাবে। চিকিৎসার জন্য ব্যয় হবে। কাজের চাপে সংসারে সময় না দিতে পারাতে সমস্যা হবে। প্রেমের সমস্যা মিটে যাবে। সহ্য শক্তি অনেক বড় বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে।

 

 

মীন – আজ কাজের জায়গাতে খুব চাপ থাকবে। রক্তচাপ নিয়ে ভোগান্তি থাকবে। পরিবারের খরচ বৃদ্ধি পাবে। কোনই বাধা আসলে বুদ্ধি বলে কাটিয়ে উঠতে পারবেন।

RELATED ARTICLES

Most Popular