Homeএখন খবরHoroscope: আজকের রাশিফল:২৪শে জুলাই'২০২১

Horoscope: আজকের রাশিফল:২৪শে জুলাই’২০২১

আজ শনিবার ২৪জুলাই ২০২১, বাংলা ৭ই শ্রাবণ ১৪২৮ সন। আজকের বড় বৈশিষ্ট্য হল পূর্ণিমা। আজ চন্দ্রের ওপর সূর্যের প্রভাব। তার সঙ্গে শনির যোগ! সুতরাং বুঝতেই পারছেন ১২টি রাশির জাতক জাতিকাদের ওপর আজ ত্র্যহ যোগ। ফলে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ অন্যদিনের চাইতে।

মেষঃ আজ সব অর্থেই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য রাজযোগ। বহুদিন পরে এরকম একটি দিন আসে। আজ আর্থিক ক্ষেত্রে দিনটি মজবুত। বহুদিনের পাওনা টাকা আজ পেয়ে যেতে পারেন। বিনিয়োগ ও লেনদেন দুই ব্যবসায়ীদের জন্য কিংবা বিনিয়োগকারীদের জন্য লাভদায়ক। সরকারি চাকুরিজীবী এবং প্রশাসনিক পদাধিকারীদের জন্য দিনটি খুবই ভালো।
কিন্তু আজ আপনার অহংবোধ খুবই জাগ্রত থাকবে যা পরিবার বা প্রিয়জনকে আঘাত করতে পারে। এই অহংকে নিয়ন্ত্রণে আনুন। বাকি দিন আপনার। শরীর নিয়ে আজ সতর্ক থাকতে হবে বিশেষ করে হার্ট এবং চোখ।

বৃষভঃ অর্থ আয়ের ব্যাপারে আজ দিনটি মধ্যম প্রকৃতির। পারিবারিক দিক থেকে সম্পত্তি যোগ। মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পাবেন। আপনার অহং বোধ যেন আপনার কাছের মানুষদের ব্যথিত না করে সে ব্যাপারে নজর রাখুন। কাছের মানুষটি আজ আপনাকে খুবই আনন্দ দেবে। জীবনসঙ্গীর সাথে সোনালি দিনগুলোর স্মৃতিচারণায় কাটবে। ব্যবসায় ভালো আয় করবেন, সঞ্চয়ও মোটামুটি। ব্যবসার কাজ মিটিয়ে পরিবারকে সময় দিন। বাচ্চাদের যে অনুযোগ রয়েছে আপনাকে পায়না বলে সেই খামতি আজ পুষিয়ে দেওয়ার।

মিথুনঃ আর্থিক যোগ মাঝারি। কোনও এক সময় অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা। আবার পাওনা টাকা ফেরত পেতেও পারেন। অপরকে আজ বিশ্বাস করতে পারেন। সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় সাফল্য পাবেন না। আজ অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আজ আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। আজ পারিবারিক ভ্রমণ যোগ রয়েছে। প্রেমে আজ দুজনে মিলে রোমান্টিক দিন কাটাবেন। অবশ্য যদি একে অন্যকে হেয় করে নিজের মহিমা নিজেই যেন প্রচার না করে কাছের জনের কাছে।

কর্কটঃ আর্থিক যোগ ভালো নয় খুব একটা। বিনিয়োগ করার আগে ভালো করে খুঁটিয়ে দেখুন। অংশীদারী ব্যবসায় পা না বাড়ানোই ভাল। বন্ধু বা আত্মীয় স্বজনকে ভালোবাসা দিন, মর্যাদা দিন কিন্তু নিজের ব্যবসার ক্ষেত্রে আবেগে ভাসবেননা। নিজে যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। পরিবার, প্রিয়জনের সঙ্গে অতিরিক্ত তর্ক বিপদে ফেলতে পারে। সামাজিক কোনও কাজের উদ্যোগ নিতে পারেন। খেলাধূলায় সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে। আজ ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ আয়ত্তে থাকবে। মুখ, চোখ ও দাঁতের বিষয়ে যত্ন নিন। যদি এই তিনটির কোনও জায়গায় বিন্দুমাত্র অস্বাভাবিকত্ব নজরে আসে চিকিৎসকের পরামর্শ নিন। খারাপ কিছু হতে পারে।

সিংহঃ আজ আর্থিক দিক মধ্যম প্রকৃতির। আয় ও ব্যয়ে সামঞ্জস্য এবং কিছুটা সঞ্চয় হবে। একটু সংযমী হন লাভ পাবেন। হতে না পারলে সমস্যা দেখা দিতে পারে। আপনার অধঃস্তন কাউকে সাহায্য করতে হতে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সফলতা লাভ। কর্মক্ষেত্রে আজ আপনাকে অনেকের হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টা খুব উপযুক্ত। মহিলাদের জন্য চাকরির শুভ সময়। প্রেমে সাফল্য পাবেন।

কন্যাঃ আজ ব্যবসায় লাভ হবে তবে একটু দূরে যেতে হতে পারে। একাধিক কাজের জন্য আলোচনা হতে পারে। পারিবারিক ছোটখাটো সমস্যা কেটে যাবে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। আজ পরিশ্রম হবে প্রচুর। তৃতীয় ব্যক্তির জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। আপনার উপর প্রতিবেশীর প্রভাব থাকবে। প্রেমে কলহ যোগ।

তুলাঃ সামগ্রিক স্বাস্হ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে- কিন্তু একই সময়ে ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তূ রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন। আজ, আপনার অর্ধাঙ্গীনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন। আপনার মনে শান্তি বজায় থাকবে যেই কারণে আপনি ঘরের পরিবেশও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন।

বৃশ্চিকঃ আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্খিত অনুযায়ী লাভ আনবে না- আর্থিক বিনিয়োগের সময় কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না। স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে। এটা আপনাদের মধ্যে বোঝাপড়াও বাড়িয়ে তুলবে। একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে। নিজের মন কে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেক বার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন। আজকেউ আপনি এরকম কিছু করতে পারেন। আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন। আপনি অনেক কিছু করতে চান, তবে আপনি আজ গুরুত্বপূর্ণ সমস্ত কিছু পিছিয়ে রাখতে পারেন। দিন শেষ হওয়ার আগে কিছু পদক্ষেপ নিন, বা আপনার মনে হতে পারে আপনি পুরো দিনটি নষ্ট করেছেন।

ধনুঃ আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্ম বিশ্বাসই হল বীরত্বের সারবত্তা। আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় –এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে। প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরানো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন। ভালোবাসার থেকে বোরো কোনো অনুভব নেই, আপনার প্রেমিককে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয়।

মকরঃ আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাঁদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তাঁরা বুঝতে পারেন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোন অর্থ নেই- হাসির কোন শব্দ নেই- হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে। আজ আপনি আপনার ফাকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন, তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না। এই কারণে আপনার বিরক্ত বোধ হবে। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন, কিন্তু দিনের শেষে, আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে। এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনও মন্দির পরিদর্শন করা, অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা।

কুম্ভঃ অর্থকরী ভাবে দিনটি খুবই ভালো। আজ বিনিয়োগকারীদের জন্য দিনটা খুবই ভালো। বিভিন্ন সূত্রে অর্থ উপার্জন হবে। যেখানেই হাত দেবেন সেখানেই সোনা। অর্থ সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত নিন আজ। সফলতা আসবে। আজ অফিসে আপনার জয়জয়কার। বসের সুনজরে থাকছেন। প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে। পারলে কৌশলী দূরত্ব বজায় করে সংঘাত এড়িয়ে যান। দুজনের একজন অসুস্থ হতে পারেন এবং সেই নিয়ে ব্যস্ততা বাড়বে।

মীনঃ দিনটি ভালো মন্দ মিলিয়ে যাবে অর্থাৎ মধ্যম প্রকৃতির। পেশাগত জায়গায় প্রশংসা পাবেন। প্রমোশনের যোগ রয়েছে। বসের সুনজরে থাকবেন। বিনিয়োগ করতে পারেন কিন্তু মাথা ঠান্ডা করে বিনিয়োগ করুন, অতি লাভের আশায় বিচার বিবেচনা না করে ঝাঁপাবেননা। আজ আয় করবেন কিন্তু ব্যয় যোগও রয়েছে। একটু হিসাব করে চলুন। পরিবারে আজ নাক না গলানোই ভালো। আজ পুরানো রোগ থেকে মুক্তি পাবেন। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিতর্ক এড়িয়ে চলুন। কারন সে আপনাকে আজ সবটা দিতে প্রস্তুত হয়ে আছে। অবিবাহিতদের বিবাহ প্রস্তাব অথবা প্রেমে পড়ার যোগ রয়েছে।

RELATED ARTICLES

Most Popular