Homeরাশিফলআজকের রাশিফল । ২১ সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন !

আজকের রাশিফল । ২১ সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন !

মেষ – স্বাস্থ্য আজ ভাল যাবে । দিনটি আজ আপনার মনের মত কাটবে । বাড়ির কেউ কোন পুরস্কার পাওয়ায় সারাদিন আনন্দে কাটবে । প্রত্যাশা মাফিক কাজ হবে । আজ ভ্রমণ করতে পারেন তা আপনার শরীরের জন্য লাভ দায়ক হবে । ব্যস্ত কর্মসূচি থাকছে , রাত্রের দিকে বাড়ির সাথে সময় কাটানোর চেষ্টা করুন ।

 

বৃষ – বাড়িতে বন্ধুরা আশায় মনে আনন্দ থাকবে । পরিবারে নতুন কোনো সদস্যের আগমন হতে পারে । ।পরিকল্পনাগুলো খুব খোলামেলা হলে তা কাউকে না বলাই ভালো । কোন অপ্রত্যাশিত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বুঝে চলুন আজকের দিনটি ।

 

মিথুন – দিনের বেশিরভাগ সময় খেলাধুলা ও বিনোদনের সাথে অতিবাহিত করুন । আজ কোন খারাপ খবর আপনার মনে সংশয় তৈরি করতে পারে । বাড়িতে বুঝে কথা বলুন অশান্তি হতে পারে । ধর্মীয় কাজে অর্থ ব্যয় হতে পারে অপ্রয়োজনীয়’ বিতর্ক না করাই ভালো ।

 

কর্কট – কর্মক্ষেত্রে কোন সমস্যা বাড়িতে আলোচনা করুন । কাজের জায়গায় মতভেদ হলে তা নিয়ে চাপ নেওয়ার প্রয়োজন নেই । বিনোদন এবং রূপচর্চায় খরচ হতে পারে । নিজের আনন্দ এবং দুঃখ নিজের প্রিয়জনের সাথে ভাগ করে নিন , বুঝে কথা বলুন । আপনার কথার কারণে সৃষ্টি হওয়া সমস্যাতে আপনাকে ভবিষ্যতে ভুগতে হতে পারে ।

 

সিংহ – শরীর নিয়ে ভোগান্তি আর থাকবে না । ব্যবসা শুরুর জন্য আজকের দিনটা খুব ভালো যাবে। বিশেষ কোন দিক থেকে আর্থিক দিকে লাভবান হবেন । কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য সম্মান পাবেন । বাড়িতে ভালো কথা শুনে মন ভালো থাকবে । মোটের উপর দিনটি বেশ ভালো যাবে আজকের ।

 

কন্যা – বিশেষ কোনো কারণে মনে সংশয় আসলে মন শক্ত রাখুন ভেঙে পড়বেন না । ব্যয় ঊর্ধ্বমুখী থাকবে , বাচ্চাদের পড়াশোনা নিয়ে খবর নিন । বাড়িতে সময় কাটান ক্লান্তিকর দিন হলেও প্রিয়জনের সাথে সুখ-দুঃখের কথা ভাগ করে নিন । মিশ্র ফল পাবেন আজকের দিনটিতে ।

 

তুলা – ব্যবসা-বাণিজ্যের জন্য আজকের দিনটি খুব ভালো । খেলাধুলার সাথে থাকতে পারেন মন ভালো থাকবে । বাড়ির কোন কাজ থাকলে আজ তা না করাই ভালো । প্রেমের দিকে দিনটি আজ অনুকূল। আজ কোন ব্যক্তির সাথে মেলামেশা করার আগে যাচাই করে নিন আপনার বদনাম হতে পারে ।

 

বৃশ্চিক – আজ আপনার কর্ম অনুপাতে সম্মান নাও পেতে পারেন । বিশেষ কোন দিক থেকে অবিশ্বাস্য লাভ হবে । কেনাকাটা থাকলে আজ তা করতে পারেন । ব্যয় হবে আজকের দিনে , বাড়িতে অনেক বন্ধু আশায় চমৎকার খবর পেতে পারেন । প্রিয়জনের সাথে সময় কাটান মোটের উপর দিনটি ভালোই কাটবে ।

 

ধনু – আজ আপনার মধ্যে শিশুসুলভ সত্যটা বেরিয়ে আসবে । মেজাজ ভালো থাকবে । ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন । অংশীদারদের সাথে হাত মেলানোর আগে যাচাই করে নিন । সমস্যা হতে পারে আজ ।কোন কাজ করার আগে ভালোভাবে বুঝে নিন ভবিষ্যতে সমস্যা আসতে পারে ।

 

মকর – মার্কেটিংয়ের জন্য যারা কাজ করেন তাদের জন্য আজ দিনটি খুব একটা ভালো যাবে না । পুরনো স্মৃতি মনে করে আজ আনন্দ পাবেন । বাড়িতে সময় কাটাতে পারেন তবে বুঝে কথা বলুন । আপনার কারণে বাড়িতে অশান্তি হতে পারে । শরীর নিয়ে ভোগান্তি আর থাকছে না মোটের ওপর মিশ্র ফল পাবেন আজকের দিনে ।

 

কুম্ভ – আজ বেশি উদার মানসিকতা না দেখানোই ভালো । আজ কোন কারণে আপনার প্রত্যাশা মাফিক কাজ নাও পেতে পারেন । সমালোচনার পাত্র হতে পারেন । বুঝে কথা বলুন ফাঁকা সময় , বিনোদনের সঙ্গে সময় দিয়ে মন ভালো রাখতে পারেন । রাত্রের দিকে প্রিয়জনের সাথে সময় কাটান ।

 

মীন – সৃজনশীলতা আজ আপনার ক্লান্তিকে মুক্তি দিতে সাহায্য করবে । আর্থিক অবস্থার উন্নতি হবে , কিন্তু ব্যয় হতে পারে বুঝে চলুন । প্রেমঘটিত জটিলতা আজ কেটে যাবে । সময়টা ভালোভাবে কাটবে । প্রিয়জনদের কথা বুঝার চেষ্টা করুন । মোটের উপর দিনটি ভালো যাবে ।

RELATED ARTICLES

Most Popular