Homeরাশিফলআজকের রাশিফল । ১৯ সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন !

আজকের রাশিফল । ১৯ সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন !

মেষ – অতিরিক্ত কথা না বলাই ভালো । বাড়িতে অশান্তি হয়ে থাকলে তা মিটে যাবে ।কাজের জন্য কেউ বাড়ি থেকে যাওয়ার কারণে মনে কষ্ট থাকবে । সঙ্গীতচর্চা সঙ্গে যুক্ত থাকুন । কাছের কারো কাছ থেকে উপকার পাবেন। কারো প্ররোচনায় না প্রভাবিত হয় ভালো ।

বৃষ – প্রিয় মানুষটির সাথে মনের কথা ভাগ করে নিন । বাড়ির লোকেদের পরামর্শ অনুযায়ী কাজ করুন । কেনাকাটা থাকলে আজ না করাই ভালো । দিনটি পরিশ্রম সাথে কাটবে

মিথুন – মাথা ঠান্ডা রাখুন । আর্থিক সমস্যা হতে পারে । বাড়িতে সম্পর্ক ভালো থাকে । কাজের জায়গায় সম্মান বাড়বে । এতে মন ভালো থাকবে । বাড়ির বাচ্চাদের সাথে সময় কাটান ।

কর্কট – আজ মনে ইতিবাচক চিন্তা করুন । ভবিষ্যতের জন্য পরিকল্পনা আছে সেরেনিন । দিনটা একটু খারাপ যেতে পারে । পারিবারিক সম্পর্কের সমস্যা আসতে পারে । কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে । আজ কোন ঝামেলার সাথে যুক্ত না থাকায় ভালো

সিংহ – আজ দিনটি শান্তির সঙ্গে কাটবে । কোন অতিথি আশায় বাড়িতে খরচ বাড়তে পারে । নতুন কোন বন্ধু তৈরি হতে পারে । মোটের উপর দিনটি ভালো যাবে তবে বাড়িতে বুঝে কথা বলুন অশান্তি হতে পারে ।

তুলা – আজ কোনো ভালো খবর আপনার মন সারাদিন ভালো কাটতে সাহায্য করবে । আজ সমালোচকদের পরোয়ানা করা উচিত । কঠিন বাস্তবতা আজ মনে দুঃখ দেবে । বাড়ির কারো থেকে খুব সাহায্য পাবেন । যারা হাটাহাটি পছন্দ করেন তাদের জন্য আজ ভালো কিছু ঘটতে চলেছে ।

কন্যা – আজ কারো সমালোচনা করা উচিত হবেনা । পরিবারের সাথে সময় কাটান ।দিনটি মিশ্র ফল পাবেন । সুপরিচিত ব্যক্তিদের থেকে আজ আপনার বিষয়ে ভালো কথা শুনে মন ভাল হয়ে যাবে ।

বৃশ্চিক – আজ নিজের রাগকে নিয়ন্ত্রন করুন । দিনটি মিশ্র যাবে কিছু মারাত্মক ভুলের জন্য আজ সারাদিন মনের মধ্যে উদ্বেগ কাজ করবে । পরিবারের সাথে কথা বলুন আপনার কথার জন্য বাড়ির কারোর আঘাত লাগতে পারে ।

ধনু – বাড়িতে বন্ধুরা আসতে পারে । বিশ্রামের জন্য আজকের দিনটি আপনার জন্য ভালো হতে পারে । অর্থ উপার্জন , হতে পারে দিনটি খুব শান্ত ভাবেই নির্গত হবে । তবে আজ কেনাকাটা জন্য খরচ হতে পারে ।

মকর – আজ অন্যের কাছে আপনি ভালো জায়গা গ্রহণ করবেন । স্বাস্থ্যের প্রতি যত্ন নিন । অর্থ সাশ্রয় করুন আজ ব্যয় হতে পারে । ভ্রমণের আলোচনা হতে পারে ।পরিবারের সাথে সময় কাটান । বুঝে কথা বলুন

কুম্ভ – শখের জিনিস গুলো আজি সেরে ফেলুন । কু অভ্যাস গুলো আপনাকে আপনার গতিপথ থেকে প্রভাবিত করতে পারে ।সেদিকে সতর্ক থাকুন । কাউকে অন্ধ বিশ্বাস করা আজ আপনার জন্য ভালো হবে না । ছাত্র দের জন্য দিনটি ভালো যাবে। জটিলতার সম্মুখীন হলে শান্ত সমাধান করুন ।

মীন – আজ কাউকে ভালো উপহার দেওয়া বা তার থেকে নেওয়ার জন্য খুব ভালো দিন । অজানা উত্স থেকে অর্থ উপার্জন হতে পারে । কোন ক্ষেত্রে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন । শান্তভাবে কথাবার্তা বলুন বাড়ির বাচ্চাদের সাথে সম্পর্ক সঠিক রাখুন ।

RELATED ARTICLES

Most Popular