আজ সোমবার ১৯ জুলাই ২০২১, বাংলা ২ রা শ্রাবণ, ১৪২৮ সন। ১২টি রাশির জাতক জাতিকার ভাগ্য কেমন থাকবে জেনে নিন।
মেষঃ সমস্যার ফাঁড়া কেটে ভাল সময়ের মুখ দেখতে চলেছেন। শরীর ভোগাবে। কর্মহীনরা ফের কাজের সূত্র পাবেন। প্রেমে মনোমালিন্য থেকে একাকিত্ব। পারিবারিক খুশির খবর পাবেন।
বৃষভঃ আপনার কৃতকর্মের জন্য সাধুবাদ পাবেন। ধর্মীয় কাজে মনের শান্তি ও আনন্দ আসবে । ওয়ারিশন সম্বন্ধীয় সমস্যা হতে পারে যা সংসারে অশান্তির কারন হতে পারে। ব্যবসায়ীদের দিনটা ভাল। শত্রুভীতি থাকতে পারে। বয়স্করা তাঁদের শরীর নিয়ে আপনাকে চিন্তায় ফেলবে।
মিথুনঃ পেশাগত জায়গায় বিপদে পড়ার সম্ভবনা। প্রিয়জনের মিষ্টি অনুষঙ্গ পাবেন। শরীর আজ আপনার আয়ত্তে। নারী সংক্রান্ত সমস্যা যোগ। বাজে খরচ হতে পারে। প্রিয়জনের সন্তান হওয়ার সম্ভবনা। প্রেমের পড়ার ১৬ আনা দিন।
কর্কটঃ প্রত্যাশা পূরণ হবেনা। মানসিক দুশ্চিন্তা বাড়বে। পড়াশোনায় চাপ বাড়তে পারে। প্রেমে বাধা, কাজে অনিহা। খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। কোথাও বেড়াতে যাওয়া নিয়ে বাড়িতে আলোচনা। বাড়তি কোনও খরচ থেকে সাবধান থাকা দরকার। সন্তানের জন্য দুশ্চিন্তা।
সিংহঃ পরপর কয়েকটি অবশ্যম্ভাবী কাজের জন্য আর্থিক চাপ বাড়বে। মানসিক ভাবে কষ্ট পাওয়ার সম্ভবনা। মায়ের শরীরের জন্য খরচ হবে। সন্তান আজ মন ভালো করা খবর দেবে। পাওনা আদায় হতে পারে। ব্যবসায় চাপ বাড়বে।
কন্যাঃ পরিবারেই আজ আপনাকে খেলো হতে হবে হয়ত। প্রেমে আশাভঙ্গ। আয় ও ব্যয় অসামঞ্জস্য। সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে। সঙ্গীতের সঙ্গে যুক্তদের জন্য দিনটি ভাল। বাইরের অশান্তি অযথা বাড়িতে আনবেননা । বন্ধুর জন্য ভাবনা হতে পারে। শরীর সঙ্গ দেবেনা। স্ত্রীকে খুবই মিস করবেন।
তুলা: অশান্তি বাড়ি বয়ে আসতে পারে। ঘনিষ্ঠ জনই আঘাত দেবে। ব্যবসার জন্য দিনটা ভাল যেতে পারে। অতিরিক্ত খরচ হতে পারে। মামলা মোকদ্দমা নিয়ে আলোচনা সারতে হবে। মহিলা সংক্রান্ত বিবাদ বাড়ার সম্ভবনা।
বৃশ্চিক: ব্যবসা মোটের ওপর ভাল যাবে ও সঞ্চয় যোগ। পেট ভোগাবে। সন্তান নিয়ে ব্যতিব্যস্ত হতে হবে হয়ত। অযাচিত উপকার করতে গিয়ে বিপদ। সম্পত্তি নিয়ে চাপ আসতে পারে। সারা দিনটা বিবাদ আর বিসম্বাদ নিয়ে কাটতে পারে।
ধনু: বিয়ের সম্বন্ধ স্থির হয়ে যেতে পারে। দুর্ঘটনা যোগ আছে। খরচের নিয়ে খিটমিট লাগতে পারে। ব্যবসা ভাল চলবে। বাড়িতে ভোগবিলাসের জন্য খরচ বাড়তে পারে। বাবা-মায়ের মনোমালিন্য। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। শরীর ভালোই ভোগাবে।
মকর রাশি: সৃষ্টিশীল কাজে নতুন সুযোগ আসবে। স্ত্রীর সাথে মনোমালিন্য। ব্যবসা বা কাজের দিকে নতুন আলো দেখতে পাবেন। বাড়িতে কোনও অশান্তি আজ অনেক দূর যেতে পারে। বন্ধু অনেক ক্ষতি পুষিয়ে দিতে পারেন।
কুম্ভ রাশি: নতুন প্রেমের ব্যাপারে চাপ বাড়তে পারে। আপনার ব্যবহার আজ বাড়ির লোকের খারাপ লাগতে পারে। কাজের চাপ বাড়তে পারে। সাহিত্যচর্চা থেকে আনন্দ পাবেন। ব্যবসায় ভাল সুযোগ মিলতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। যাঁরা সঙ্গীত নিয়ে কাজ করেন তাঁদের সময় ভাল। হানিকারক কিছু ঘটতে পারে। কান, নাক, গলা নিয়ে সমস্যা বাড়তে পারে।
মীন রাশি: শরীরের জন্য ব্যয় বাড়বে। নতুন পরিকল্পনাও খরচ করাবে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকবে। আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। ব্যবসায় বাড়তি খরচ হতে পারে। পেশাগত জায়গায় উন্নতির যোগ রয়েছে। শরীর ভোগাতে পারে।