Homeএখন খবরআজকের রাশিফল । ১৮ সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন !

আজকের রাশিফল । ১৮ সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন !

মেষ – আজ নিজেকে সংযত করুন । অকারণে রাগ ভালো নয় । বাড়ির বাচ্চাদের সাথে সম্পর্ক ভাল রাখবেন ।নিজেকে অতীতের স্বপ্নে নিমগ্ন না রাখায় ভালো । বাণিজ্যিক উদ্দেশ্যে কোন সফর ইতিবাচক হবে । আজ সঙ্গীর সঙ্গে সময় চমকপ্রদ ভালো কাটবে ।

বৃষ – মূল্যবান কিছু চুরি যেতে পারে । স্বাস্থ্যের ভোগান্তি রয়েছে । কারোর ওপর নির্ভরশীল না হওয়াই ভাল । কোন বিরুদ্ধাচার এর মুখোমুখি হতে পারেন । সঙ্গীর সাথে ঝগড়া হতে পারে তবে রাতের খাবার সময় তা হয়তো মিলে যেতে পারে । সাবধানে চলুন আপনার কারণে বাড়িতে অশান্তি হতে পারে ।

 

 

মিথুন – কারোর কাছ থেকে পাওয়া প্রশংসা আপনাকে খুশি করবে । নিজেকে সামলে চলুন । আজ বিনিয়োগ এড়িয়ে চলুন । বড় কিছু না কেনাবেচা করাই ভালো । প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য প্রতিযোগিতায় জয় পাবেন । আজ বাড়িতে কোন বিষয়ে খবর আসতে চলেছে ।

 

 

কর্কট – কোন কাজ নিজের ভাগ্যের উপর ছেড়ে দেবেন না । বাচ্চাদের সাথে সময় কাটান । আজ দিনটি দুর্দান্তভাবে কাটতে চলেছে । কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন ।এতে মনে আনন্দে থাকবে । বিবাহিত জীবনে আজ আনন্দে ভরে উঠবে ।

 

 

সিংহ – কোন কাঙ্ক্ষিত জিনিস আজ পেতে পারেন । আর্থিক দিক থেকে উন্নতি হবে । প্রেমে অপ্রত্যাশিত কোনো পরিবর্তন আসবে । আজ মনে বিষন্নতা থাকবে , বাড়িতে সময় কাটান । বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করতে শেখান । ভালবাসার মানুষের থেকে আজ কোন বিশেষ খবর পেতে পারেন ।

 

 

কন্যা – কর্ম ক্ষেত্রে কোনো ভালো খবর আসতে চলেছে । আপনার সঙ্গী অজান্তেই এমন কিছু করতে পারে যা আপনি মনে মনে চাইতেন । আজ সারাদিন সৃষ্টিশীল কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখুন । ব্যয় থেকে বিরত থাকুন । নিজের জিনিসটা ভালোভাবে বুঝে নিন । প্রিয়জনের কাছে প্রশংসা পেয়ে আজ মনে ভালো লাগবে ।

 

তুলা – খেলাধুলায় আজ ভালো ফল করবেন । বিদেশে পড়াশোনা করার সুযোগ আসলে আর্থিক সংকট আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে । অন্ধ ভালোবাসায় সমস্যায় পড়তে পারেন । সৃজনশীলতা হারিয়ে নিজের সৃষ্টিশীলতাকে হারাতে পারেন । আজ বাড়ি থেকে যারা দূরে থাকেন তারা বাড়ি ফিরতে পারেন । আজ প্রিয় মানুষের সাথে যতটা পারেন সময় কাটান

 

 

বৃশ্চিক – অপ্রয়োজনীয় ভাবনা ভাবা থেকে আজ বিরত থাকুন । বাড়ির কেনাকাটা সেরে ফেলুন । কোন মেরামতির কাজ থাকলে সেরে ফেলা ভালো । প্রিয় মানুষটির সাথে খাবার ভাগাভাগি করে খেতে পারেন । এতে ভালোবাসা বাড়বে । আপনার ব্যক্তিত্বের জন্য আপনি প্রশংসা পাবেন । এই অর্থে বলতে গেলে আজকে আপনার দিনটি খুব ভালো কাটবে

 

 

ধনু – স্বাস্থ্যের দিকে নজর দিন , কাঙ্ক্ষিত কিছু পেতে পারেন । অতীতে যারা অর্থ বিনিয়োগ করেছিল তাদের থেকে আজ উপকৃত হতে পারেন । দিনটি ক্লান্তিকর হবে , প্রেমে পড়া বা ভালোবাসার জন্য আজকের দিনটি বেশ ভালো । আজ বুঝে কথা বলা উচিত । বাড়িতে অশান্তি হতে পারে

 

 

মকর – আপনার বিশ্রাম এর প্রয়োজন , শরীরে ভোগান্তি হতে পারে । তরুণদের আজ বুঝেই চলা উচিত । ঋণের টাকা শোধ করতে সক্ষম হবেন । পছন্দসই কাজ করুন দিনটি ভালো কাটবে ।

 

 

 

কুম্ভ – দিনটি হাসি খুশিতে কাটবে । আজ কাঙ্ক্ষিত ইচ্ছা গুলি সেরে নিন। অর্থের গুরুত্ব দিন বড় সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবং প্রেম ঘটিত আকস্মিক সাক্ষাৎ হতে পারে । ভালো ফলাফল করতে পারেন । আপনার কাজের জায়গাতে এবং তার জন্য প্রশংসায় পঞ্চমুখ হবেন আপনি । মন ভালো থাকবে

 

 

মীন – তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ভালো । বন্ধুদের সহায়তা পাবেন । সমালোচকদের থেকে দূরে থাকুন । আপনার আজ দিনটি আনন্দে কাটবে । আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান অন্যদের থেকে আপনাকে কয়েক কয়েক গুণ এগিয়ে রাখবে । আর্থিক লেনদেনের ক্ষেত্রে বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়া উচিত

RELATED ARTICLES

Most Popular