Homeএখন খবরআজকের রাশিফল । ১৬ সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন !

আজকের রাশিফল । ১৬ সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন !

মেষ

আজ আপনি বিশেষ কোনো সুখবর পেতে পারেন । আজ বাড়িতে চুরি হতে পারে সাবধানে থাকুন । পুরনো ঋণশোধ হতে পারে । লোভ-লালসা কে প্রশ্রয় দেবেন না । শরীরের ওপর নজর রাখুন আশেপাশের মানুষদের থেকে স্নেহ ভালোবাসা আজ বেশি অনুভব করবেন ।

 

 

বৃষ

আজকের দিনটি আপনার জন্য অনুকূলেই যাবে । কর্মক্ষেত্রে এই সুবিধাটি কাজে লাগান । কর্মব্যস্ততা থাকবে । শরীর নিয়ে ভোগান্তি থাকছে না । আজ বাড়িতে বন্ধুদের সমাগম হতে পারে আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে ।

 

 

মিথুন

আজ দূরের কোনো আত্মীয়ের থেকে কোনো খারাপ খবর আসতে চলেছে । দিনের শুরুটা ধ্যান বা যোগের মাধ্যমে করুন ।আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার প্রতি আজ রুদ্ধ হবে । আজ রাতের খালি সময় আপনার প্রিয়জনের সাথে কাটান । আজ বিশেষ চমকপ্রদ কিছু হতে চলেছে আপনার সাথে।

 

 

কর্কট

কর্মক্ষেত্রে খুব বড় সুযোগ হাতছাড়া হতে পারে ,সতর্ক থাকুন ।আজ আবেগকে বেশি প্রশ্রয় না দেওয়াই ভালো । দিনের শুরুটা ধ্যান দিয়ে করুন এতে উপকার পাবেন , সন্তানের লেখাপড়ার জন্য অর্থ ব্যয় হতে পারে । ঘটনাচক্রে বিরক্ত বোধ হলে চুপ থাকাই শ্রেয় ।

 

 

সিংহ

আজকের দিনটি আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে । আপনার প্রিয়জন আপনার কাজের জন্য আপনার প্রশংসা করবেন । প্রেমের বিষয়ে ছোটখাটো তিক্ততা থাকলে তা আজ ভুলে যান । আপনার জানার ইচ্ছা অন্যদের কাছে আপনাকে অন্য মাত্রায় নিয়ে যাবে । দীর্ঘস্থায়ী লগ্নি থেকে এড়িয়ে চলুন । অপরিচিতদের সাথে কথা বলুন বুঝে ।

 

 

কন্যা

আজ আনন্দ উপভোগের জন্য আপনার কাছে দিনটি সেরা হয়ে থাকবে । যতটা সম্ভব কঠিন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন । আজ কারো মুখাপেক্ষী না হয়ে থাকাই শ্রেয় । মন শান্ত থাকবে , দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে আজ তা কেটে যাবে । অন্যের সাথে কথা বলার সময় বুঝে কথা বলুন । জমি বা দামি কোন জিনিস কেনা বেচা আজ না করাই ভালো

 

 

তুলা

বহুদিনের পুরনো সমস্যার সমাধান আজ করার দিন । অর্থের গুরুত্ব আজ ব্যবহার আজ বুঝুন । বন্ধুদের বাড়িতে আমন্ত্রণ পাওয়ার সম্ভাবনা রয়েছে । কারোর তোষামোদি করতে হতে পারে । ফাঁকা সময় থাকলে বাড়ির লকেদের সাথে সময় কাটান । খেলাধুলা করতে পারেন মন ভালো থাকবে

 

 

বৃশ্চিক

আজ কোন প্রতিশ্রুতি না দেওয়াই ভালো । কোন কঠিন সমস্যা সমাধানে বাড়ির পরামর্শ নেওয়া আজ আপনার জন্য ভালো হবে ।কর্মক্ষেত্রে একটি ভালো খবর পেতে পারেন । দিনটি ক্লান্তিকর হবে । খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে । বেলা বাড়ার সাথে সাথে কোন প্রত্যাশিত ভালো খবর আসতে চলেছে ।

 

 

ধনু

কোন সমস্যা সমাধানে আপনার বুদ্ধির বিচক্ষণতা বা কূটনীতি ব্যবহার করতে হবে । দীর্ঘস্থায়ী কোন লগ্নি করা আপনার জন্য শুভ হবে ।বাচ্চাদের কাছে বুঝে শুনে কথা বলুন । স্ত্রী এর ব্যবহার মনে কষ্ট দিতে পারে । কারও বিরোধী কাজ না করাই ভালো ।

 

 

মকর

দিনটি কোন কারণে উত্তেজনার সাথে কাটবে ।কোন অনুভূতি বা চাপ আজ কোন অবস্থাতেই নিজের মধ্যে চেপে রাখবেন না । বাড়ীর মানুষদের সাথে কথা বলুন অনুভূতিগুলো ভাগ করে নিন । কোন ঋণ থাকলে তা শোধ হয়ে যেতে পারে । আজ আপনাকে কোন একটা বিষয় খিটখিটে করে তুলবে । আজ কোন কিছু পর্যবেক্ষণ না করে না করাই ভালো

 

 

কুম্ভ

আজ কাঙ্খিত কোন ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে । পরিবারের সাথে খোলামেলা আলোচনা করুন ।আপনার সবচেয়ে ভালো সময় হয়তো আসতে পারে ।মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে । লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন।

 

 

মীন

আপনার কোন কাজের জন্য আজ খুব প্রশংসিত হবেন । সামাজিক অনুষ্ঠানে যোগদান করুন । প্রেমের বিষয়ে সতর্ক থাকুন । জমিসংক্রান্ত সুবিধাগুলি আজি নিয়ে নিন । আজ আপনার প্রিয়জনের কাছে সারাদিনের কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন আপনি । আপনার ব্যক্তিত্বের কারনে আপনি অন্য মাত্রা পাবেন আজ

RELATED ARTICLES

Most Popular