মেষ
আজ কোনো বিনিয়োগ না করায় ভালো। আজ আপনার ধৈর্য্য শক্তি অনেক সমস্যা কাটাতে সক্ষম হবে। আজ বাড়ির পরিস্থিতি স্বাভাবিকই থাকবে। বিশেষ কারোর থেকে কোনো উপহার পেতে পারেন। আজ প্রেমের জায়গাতে দিনটি ভালো , কিন্তু সাবধানে কথা বলতে হবে।পুরোনো কিছু নিয়ে সমস্যা বাঁধতে পারে।
বৃষ
আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে লাভবান হবার সম্ভাবনা রয়েছে। আজ স্ত্রী বা কাছের মানুষের সাথে যতটা বেশি সময় পারেন কাটান।
মিথুন
আজ একটু মেপে চলুন , বাজে খরচ হতে পারে। প্রেমের জায়গাতে নতুন কিছু হতে চলেছে। বিয়ে নিয়ে বাড়িতে কথা হতে পারে। আপনার শক্তির অপব্যবহার হতে পারে। মেপে চলুন আজকের দিনটি। আজ যতটা পারেন অন্যের সহায়তা করুন।
কর্কট
আজ কোনো পরিচিত কারোর ঠেকর বিশেষ কোনো সাহায্য পাবেন। বিয়ে নিয়ে আজ আলোচনা হতে পারে। প্রেম এর জন্য আজকের দিনটি আপনার জন্য খুব ভালো যাবে। নিজেকে সংযত করে রাখুন , বাড়িতে আপনার কোনো কথার কারণে অশান্তি হতে পারে।
সিংহ
আজ সারাদিন মানসিক শান্তি বজায় থাকবে। বিনিয়গ করার আগে বিষয় সম্পর্কে ভালো ভাবে বুঝে নিন , আজ ঠকার সম্ভবনা আছে। পড়ুয়া ছাত্ৰ ছাত্রীদের আজ পড়াশুনায় মননিবেশ করতে সমস্যা হবে। আজ কোনো বাড়ি পরিবর্তন না করায় ভালো।
কন্যা
আজ খাওয়াদাওয়া মেপে করুন। শরীরের ভোগান্তি হতে পারে। আজ কোনো কারণে মনের ভেতর উদ্বেগ থাকবে। আজ আপনার কোনো কাজের জন্য আপনার বাড়ির লোকেরা আপনাকে নিয়ে গর্বিত হবেন। আজ বেশির ভাগ সময় পরিবারের সাথে কাটান , ক্লান্তি মুক্তি দিতে।
তুলা
আজকের দিনটি আপনার জন্য , ভালো খারাপ সব মিলিয়েই কাটবে। কোনো অপ্রত্যাশিত খবর আপনাকে খুব খুশি করে তুলবে। আজকের দিনটি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য সেরা হতে পারে। পরিবারকে সময় দিন , আপনিই আনন্দ পাবেন।
বৃশ্চিক
আর্থিক বিষয়ে আজ আপনার উন্নতি নিশ্চিত। তবে আত্মীয়ের থেকে দূরে থাকুন। আজ আপনার সঙ্গীর কথার গুরুত্ব দিন । কোনো ধর্মীয় স্থানে সময় কাটাতে পারেন , মনে শান্তি পাবেন। আজ আপনি আপনার প্রতিভা ফুটিয়ে তোলার সুযোগ পাবেন।
ধনু
আজ শরীর নিয়ে কোনো ভোগান্তি থাকবেনা। সন্তান কে নিয়ে চিন্তা থাকবে। আজ অথিতি , চিৎকার চেঁচামেচি আপনার উইকেন্ড পন্ড করবে। আজ পুরোনো বন্ধুদের সাথে দেখা হওয়াতে ভালো লাগবে আপনার।
মকর
আজ আপনারই করা কোনো কাজের জন্য আপনাকে সারাদিন আফসোস করতে হতে পারে। আপনার ইতিবাচক কথার জন্য অন্যের মনে আপনি খুব ভালো জায়গা পাবেন । তবে কোনো খারাপ খবর হয়ত আপনার দিনটি নষ্টও করতে পারে। আজ আপনার প্রতিভা দেখানোর ভালো সুযোগ পাবেন আপনার কাজের জায়গাতে।
কুম্ভ
কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ খুব সাবধানে কথা বলুন । আজ কোনো ভাবে আর্থিক দিক থেকে আপনি লাভবান হবেন । আজ দরকারি কাজ আগেই সেরে ফেলুন। গুরুজনদের কথা মেনে চলায় আজ আপনার জন্য ভালো হবে।
মীন
আজ মীন রাশির জাতক জাতিকারা সারাদিন অনুতপ্ত হতে পারেন, আপনার করা কোনো ভুলের কারণে । সন্তানের ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করার জন্য আজকের দিনটি সেরা। আজ কোনো অথিতি আপনার বাড়িতে এসে যাওয়ায় অর্থ ব্যয় হতে পারে। আজকের দিনটি প্রিয়জনের সাথে কাটানো আপনার জন্য ভালো।