নিউজ ডেস্ক: ক্রমশই ফের ঊর্ধ্বমুখী হচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম। গত দুদিনের পরে আজ রবিবার আবারও পেট্রোলিয়াম সংস্থাগুলিও পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর ঘোষণা করেছে। পেট্রোলের দাম প্রতি লিটারে 8 পয়সা বাড়ানো হয়েছে। একই সাথে ডিজেলের দাম 18 থেকে 20 পয়সা বাড়ানো হয়েছে। শনিবার পেট্রোল 15 পয়সা প্রতি লিটার বেড়ে গিয়েছেল। একই সঙ্গে ডিজেলের দাম প্রতি লিটারে 20 পয়সা বেড়েছিল। শুক্রবার ৫০ দিন পর পেট্রোলের দাম পরিবর্তন করা হয়েছিল।
আইওসিএল ওয়েবসাইটের মতে, দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাই -এ এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম: আজ রবিবার দিল্লিতে পেট্রোল পাওয়া যাচ্ছে 81.46 টাকা এবং ডিজেল 71.05 টাকা। কলকাতায় পেট্রোল প্রতি লিটারে 83.03 এবং ডিজেল 76..64 টাকা। মুম্বাইয়ে পেট্রোল প্রতি লিটারে 88.16 এবং ডিজেল 77.54 টাকা। চেন্নাইতে পেট্রোল 84.53 টাকা এবং ডিজেল 76.55 লিটার।
জানিয়ে রাখি যে, আপনি পেট্রোল এবং ডিজেলের দাম এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন। ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে এবং BPCL গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে এই তথ্য জানতে পারবেন। একই সাথে, HPCL গ্রাহকরা HPPrice লিখে এবং 9222201122 নম্বরে এসএমএস পাঠিয়ে দাম জানতে পারবেন।
উল্লেখ্য, প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন হয়। নতুন দাম সকাল ৬ টা থেকে প্রযোজ্য হয়। পেট্রোল এবং ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলার কমিশন এবং অন্যান্য জিনিস যুক্ত করার পরে এর দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিদেশী মুদ্রার হারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত দাম কী, তার উপর নির্ভর করে প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তিত হয়।