পেট্রোল ও ডিজেলের দাম উর্দ্ধমুখী, জেনে নিন আজকের নতুন মূল্য
নিউজ ডেস্ক: তেলের উৎপাদন বাড়ার খবরের পর অপরিশোধিত তেলের দাম কমে গিয়েছে। তবে দেশে সরকারি তেল সংস্থাগুলি শুক্রবার দিল্লিতে পেট্রোল লিটার প্রতি 17 পয়সা বাড়িয়েছে, আর ডিজেলও প্রতি লিটারে 22 পয়সা বেড়েছে। এর ফলে দিল্লিতে পেট্রোল প্রতি লিটার 81.23 টাকায় এবং ডিজেল প্রতি লিটার 70.68 টাকা পৌঁছেছে।
নভেম্বর মাসে আজ এই প্রথম পেট্রোল ও ডিজেলের দামে বৃদ্ধি হল। সেপ্টেম্বরে, দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 0.97 পয়সা কমেছিল এবং ডিজেল সস্তা হয়েছিল 2.93 টাকা।
তেল বিপণন সংস্থাগুলি কেবলমাত্র অক্টোবরে একবার ডিজেলের দাম কমায়। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লি, কলকাতা, মুম্বই এবং চেন্নাইয়ের ডিজেলের দাম যথাক্রমে 70.68, 74.24, 77.11 এবং 76.17 র প্রতি লিটার হয়েছে। চারটি মহানগরে পেট্রোলের দাম যথাক্রমে 81.23, 82.79, 87.92 এবং প্রতি লিটারে 84.31 টাকা করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন হয়। নতুন দাম সকাল ৬ টা থেকে প্রযোজ্য হয়। পেট্রোল এবং ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলার কমিশন এবং অন্যান্য জিনিস যুক্ত করার পরে এর দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিদেশী মুদ্রার হারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত দাম কী, তার উপর নির্ভর করে প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তিত হয়।
জানিয়ে রাখি যে, আপনি পেট্রোল এবং ডিজেলের দাম এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন। ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে এবং BPCL গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে এই তথ্য জানতে পারবেন। একই সাথে, HPCL গ্রাহকরা HPPrice লিখে এবং 9222201122 নম্বরে এসএমএস পাথিয়ে দাম জানতে পারবেন।