Homeএখন খবরসফল হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লাজমা থেরাপি, আপাতত স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা

সফল হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লাজমা থেরাপি, আপাতত স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা

ওয়েব ডেস্ক : গত একমাস যাবৎ জীবনযুদ্ধে জয়ী হতে প্রাণপণ লড়ে চলেছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আপাতত তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে স্থিতিশীল হলেও এখনও পর্যন্ত অভিনেতার সংকট কাটেনি। বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিনেতার শরীরে প্লাজমার মাত্রা বৃদ্ধির জন্য প্রথমবার তাঁর প্লাজমা থেরাপিও করা হয়েছে। এবিষয়ে বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, অভিনেতার ‘প্রথম দফার’ প্লাজমা থেরাপি করা হয়েছে। বাহ্যিক কোনও রক্তক্ষরণ হয়নি। থেরাপি ভালোভাবেই সফল হয়েছে।

এবিষয়ে এদিন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক বলেন “যদিও তাঁর রক্তচাপ সামান্য পড়েছিল। যা সহজেই ঠিক করা সম্ভব হয়েছে। বিকেলে আমরা আবারও সিটি স্ক্যান করেছি। তাতে কোনও অস্বাভাবিকতা মেলেনি। তিনি এখন স্থিতিশীল আছেন এবং তাঁর রক্তচাপও এখন ঠিকঠাক আছে।” তবে বৃহস্পতিবার অভিনেতার প্লাজমা থেরাপির পর অভিনেতার জ্বর ছিল। এই বিষয়ে ওই চিকিৎসক বলেন, “প্লাজমা দেওয়ার কারণে সেটা হতে পারে। সেটার কারণে জ্বর হতে পারে। আমরা ভেবেছিলাম, প্লাজমার সময় ভালোমতো রক্তক্ষরণ হতে পারে। তবে তা হয়নি। সৌমিত্রবাবুর একদিন ডায়ালিসিস করা হবে। অন্যদিন প্লাজমা থেরাপি করা হবে।”

এদিকে বৃহস্পতিবার প্লাজমাথেরাপির আগে আগে বুধবার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্রবাবুর শ্বাসনালিতে ট্রাকিওস্টমি করা হয়েছিল। যাতে নাক-মুখের বদলে গলায় থাকা ওই টিউবের মুক্ত প্রান্তের মধ্য দিয়ে শ্বাসপ্রশ্বাস হয়। বুধবারঅস্ত্রোপচারের পর বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছিল, সৌমিত্রবাবুর শ্বাসনালিতে ট্রাকিওস্টমি সফল হয়েছে। পাশাপাশি প্রবাদপ্রতিম অভিনেতার চিকিৎসক দলের তরফে জানানো হয়, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

RELATED ARTICLES

Most Popular