নিজস্ব সংবাদদাতা:৭১তম প্রজাতন্ত্র দিবসে অকল্যান্ডের মাটি থেকে উঠে আসল জয়ের সংবাদ। লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের হাত ধরে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় একদিনের ম্যাচটিও নিজেদের ঝুলিতে ভরে নিল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও তাঁদের জুটি অনায়াস জয় এনে দিল ভারতকে। ৫ম্যাচের দুটিতেই পরপর জয় আসায় পরের ম্যাচটি নিয়ে চাপে পড়ে গেল নিউজিল্যান্ড কারন ওই ম্যাচটি ভারত জিতে নিলে সিরিজ চলে আসবে ভারতের হাতে। দেশের মাটিতে পরাজয়ের আতঙ্কও গ্রাস করছে টিম নিউজিল্যান্ডকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন একটু চমক রেখেই টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেছিলেন, উইকেট কিছুটা স্লো থাকবে। আখেরে সেটাই দেখা গেল। আগের দিনের মতো সহজে ব্যাটে এল না বল। স্ট্রোক প্লেয়ারদের সমস্যা হল। টার্ন পেলেন স্পিনাররা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুরুটা অবশ্য ভালই হয়েছিল কিউয়িদের। কলিন মুনরো কিছুটা স্লো খেললেও ছন্দে ছিলেন মার্টিন গাপটিল। আগের দিনের মতো রান না হলেও ৮ রান প্রতি ওভার হিসেবে রান উঠছিল। কিন্তু পাওয়ার প্লের শেষ বলে ৩৩ রানের মাথায় শার্দুল ঠাকুরের বলে আউট হন গাপটিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুনরোর সঙ্গে পার্টনারশিপ গড়েন অধিনায়ক উইলিয়ামসন। কিন্তু সেই পার্টনারশিপ বেশিদূর এগোল না। ২৬ রানের মাথায় শিবম দুবের বলে আউট হন মুনরো। এদিনও রান পেলেন না কলিন ডি গ্র্যান্ডহোম। ৩ রানের মাথায় সেই জাদেজা আউট করেন তাঁকে। উইলিয়ামসনকেও ১৪ রানের মাথায় ফেরান জাদেজা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নির্দিষ্ট সময়ে উইকেট পড়তে থাকায় রানের গতি বেশি বাড়ল না। শেষদিকে চেষ্টা করলেন সিফার্ট ও রস টেলর। টেলর ১৮ করে আউট হন। সিফার্ট ৩৩ করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৩২ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে জাদেজা ২টি, শার্দুল, বুমরাহ ও শিবম দুবে ১টি করে উইকেট নেন। শামি উইকেট না পেলেও কৃপণ বোলিং করেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ৮ রানের মাথায় রোহিত শর্মার উইকেট হারায় ভারত। বিরাটও বেশি রান পাননি। মাত্র ১১ করেই সাউদির বলে আউট হন তিনি। বিরাট-রোহিত আউট হতেই চাপে পড়ে যায় ভারত। কিন্তু তখনই ব্যাট হাতে জ্বলে উঠলেন লোকেশ রাহুল। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন শ্রেয়স আইয়ার। দু”জনে মিলে ঠান্ডা মাথায় ভারতের রানকে টার্গেটের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিনও নিজের হাফসেঞ্চুরি করলেন রাহুল। আইয়ারও হাফসেঞ্চুরি পেতেন। কিন্তু ৪৪ রানের মাথায় বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি। শিবম দুবে ছক্কা মেরে ভারতকে জিতিয়ে দেন। রাহুল ৫৭ করে অপরাজিত থাকেন। দেশ যখন ৭১তম প্রজাতন্ত্র দিবসের আনন্দ আর উদযাপন নিয়ে ব্যস্ত তখনই কোহলি শিবিরের এই জয় আরও আনন্দে ভরিয়ে দিল দেশবাসীকে।