নিজস্ব সংবাদদাতা: মানুষ পেরিয়ে এবার পশুরাজকেও আক্রমন করল করোনা। তার প্রমাণ মিলল ৪ সিংহের শরীরে। তামিলনাড়ুর আরিগনার আন্না জুলজিকাল পার্কের চার সিংহের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের করোনার সন্ধান মেলে। এই খবর প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। নড়েচড়ে বসেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সংশ্লিষ্ট চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, শুক্রবার করোনা আক্রান্ত সিংহের নমুনা পরীক্ষা করতেই তাঁদের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের (SARS CoV-2) সন্ধান মেলে।
চিড়িয়াখানার তরফ থেকে খবর,চিড়িয়াখানার মোট ১১টি সিংহের নমুনা ভোপালের আইসিএআর-এনআইএইচএসএডি-তে ( ICAR-National Institute of High-Security Animal Diseases) পাঠানো হয়। ৩রা জুন ওই সংস্থার তরফে নিশ্চিত করা হয় যে, ১১টির মধ্যে ৯টি সিংহের শরীরে থাবা বসিয়েছে করোনা। এরপর নিশ্চিত হওয়ার জন্য আরও একটি পরীক্ষা করা হয়। তাতে জানা য়ায় যে, এই ৯ সিংহের মধ্যে ৪টি সিংহের শরীরে রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস। প্রসঙ্গত, এর আগেই করোনার জেরে এই চিড়িয়াখানার দুটি সিংহের মৃত্যু ঘটে। ৯ বছরের সিংহী নীলা এবং ১২ বছরের পথবানাথাম নামের সিংহ প্রাণ হারায় করোনার জেরে।
করোনায় প্রাণীর মৃত্যুর পর নড়েচড়ে বসে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরপর হাতিদেরও কোভিড পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে শ্রীলঙ্কার একটি চিড়িয়াখানাও পশুদের সুরক্ষার জন্য ভারত সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছে। শ্রীলঙ্কা জুলজিকাল পার্কের কর্তৃপক্ষ চিড়িখানায় করোনা সংক্রমিত সিংহগুলির জন্য ভারতকে সাহায্য করার জন্য অনুরোধ জানিয়েছে।সূত্রের খবর সেখানকার ‘থর’ নামের একটি ১১ বছর বয়সী সিংহের চিকিৎসার জন্য ভারতীয় কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পাশাপাশি চিকিৎসায় সাহায্যের জন্য অনুরোধও করা হয়েছে।
শুধু মানুষ নয়, যেভাবে প্রাণীদের মধ্যেও করোনা সংক্রমণ বাড়ছে তাতে চিন্তায় পড়েছে গোটা বিশ্ব। করোনার দ্বিতীয় ঢেউয়ে যে প্রাণীরাও সুরক্ষিত নয় তার প্রমাণ এই চার সিংহের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি। এই রিপোর্ট সামনে আসতেই দেশের চিড়িয়াখানায় থাকা বন্য প্রাণীদের নিয়ে যে উদ্বেগ আরেকটু বেড়েছে, তা বলা যেতেই পারে।