নিজস্ব সংবাদদাতা: করোনা আতঙ্ক গ্রাস করেছে দেশের বানিজ্য নগরীকে। আক্রান্তের সংখ্যায় দেশের অন্য প্রান্তকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। ভারতের বাণিজ্য নগরীতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৬৮। তারপরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬২১। দিল্লিতে ৫৭৬ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যে মারা গিয়েছেন ৪৮ জন।
গুজরাত ও মধ্যপ্রদেশে ১৩ জন করে মারা গিয়েছেন।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৭ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৭৮৯। কোভিড ১৯ সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে ১৩। এখনও পর্যন্ত ভারতে ১২৪ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩৫৩ জন। অর্থাৎ এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৩১২।
এছাড়াও নতুন করে ৪ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১জন, ত্রিপুরাতে ১জন, ঝাড়খণ্ডে ৪জন ও অসমে ২৬জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে গতকালের তুলনায় ২জন বেড়ে মোট ৫জনের মৃত্যু হয়েছে বলে মূখ্যমন্ত্রী জানিয়েছেন। যদিও জাতীয় পরিসংখ্যানের তুলনায় রাজ্যে আক্রান্তর সংখ্যা কম বলেই তিনি জানিয়েছেন।
S. No. | Name of State / UT | Total Confirmed cases (Including 70 foreign Nationals) | Cured/Discharged/ Migrated | Death |
---|---|---|---|---|
1 | Andhra Pradesh | 266 | 1 | 3 |
2 | Andaman and Nicobar Islands | 10 | 0 | 0 |
3 | Arunachal Pradesh | 1 | 0 | 0 |
4 | Assam | 26 | 0 | 0 |
5 | Bihar | 32 | 0 | 1 |
6 | Chandigarh | 18 | 7 | 0 |
7 | Chhattisgarh | 10 | 9 | 0 |
8 | Delhi | 576 | 21 | 7 |
9 | Goa | 7 | 0 | 0 |
10 | Gujarat | 165 | 25 | 13 |
11 | Haryana | 90 | 25 | 1 |
12 | Himachal Pradesh | 13 | 2 | 1 |
13 | Jammu and Kashmir | 116 | 4 | 2 |
14 | Jharkhand | 4 | 0 | 0 |
15 | Karnataka | 175 | 25 | 4 |
16 | Kerala | 327 | 58 | 2 |
17 | Ladakh | 14 | 10 | 0 |
18 | Madhya Pradesh | 229 | 0 | 13 |
19 | Maharashtra | 868 | 56 | 48 |
20 | Manipur | 2 | 0 | 0 |
21 | Mizoram | 1 | 0 | 0 |
22 | Odisha | 42 | 2 | 1 |
23 | Puducherry | 5 | 1 | 0 |
24 | Punjab | 91 | 4 | 7 |
25 | Rajasthan | 288 | 21 | 3 |
26 | Tamil Nadu | 621 | 8 | 5 |
27 | Telengana | 364 | 35 | 7 |
28 | Tripura | 1 | 0 | 0 |
29 | Uttarakhand | 31 | 5 | 0 |
30 | Uttar Pradesh | 305 | 21 | 3 |
31 | West Bengal | 91 | 13 | 3 |
Total number of confirmed cases in India | 4789* | 353 | 124 | |
*States wise distribution is subject to further verification and reconciliation |
Data Source -Ministry of Health
and Family Welfare
Government of India