Homeএখন খবরএবার পরিযায়ীর হাত ধরেই করোনা পজিটিভ মেদিনীপুর সদরে, পশ্চিম মেদিনীপুরের ঠিকানায় আক্রান্ত...

এবার পরিযায়ীর হাত ধরেই করোনা পজিটিভ মেদিনীপুর সদরে, পশ্চিম মেদিনীপুরের ঠিকানায় আক্রান্ত তিন

নিজস্ব সংবাদদাতা: মুম্বাই ফেরত মেদিনীপুর সদর ব্লকের বাসিন্দা এক যুবকের হাত ধরেই ফের করোনা পজিটিভের তালিকায় উঠে এল পশ্চিম মেদিনীপুরের নাম তারই পাশাপাশি জেলার দুই বাসিন্দা অন্যত্র করোনা আক্রান্ত হলেও জেলার ঠিকানা থাকার সুবাদে পশ্চিম মেদিনীপুরে ফের তিনজন করোনা আক্রান্ত হিসাবে জানিয়ে দিল আইসিএমআর। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশ চন্দ্র বেরা জানিয়েছেন প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আক্রান্তকে করোনা হাসপাতালে ভর্তি করার পাশাপাশি আক্রান্তদের সংস্পর্ষে থাকার সম্ভাবনাময় প্রত্যেকেই কোয়ারেন্টাইন করা হয়েছে অথবা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বলে জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার গিরিশচন্দ্র বেরা।

জানা গেছে গত দেড় সপ্তাহ ধরে শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকছে জেলায়। জেলার শ্রমিকদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্ৰহ করা চলছে। নমুনা সংগ্রহের পর তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। এরপর অবস্থা অনুযায়ী ব্যবস্থা।
সেইমতো মেদিনীপুর সদর ব্লকের মাহাতাব নগর এলাকার বাসিন্দা ২৯ বছরের এক ব্যক্তি মুম্বাই থেকে ১৭ মে ফিরতেই নমুনা সংগ্রহ করা হয়েছিল। ১৮ মে নমুনা পরীক্ষা করে উনিশে মে রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ জানায় ওই যুবক করণাতে আক্রান্ত।তাকে বড়মা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে পরিবারের পাঁচ জনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা টাউন এলাকার বাসিন্দা ,৬৫ বছরের বৃদ্ধ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে গিয়ে করণ আক্রান্ত বলে ধরা পড়েছেন। সেখানেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও একজন নারায়ণগড় এলাকার বাসিন্দা, তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ক্যান্টিনের কর্মী ছিলেন। শেষবার গত মার্চ মাসে নিজ বাড়িতে এসেছিলেন। সন্দেহ হওয়ায় তাকে রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছিল। মঙ্গলবার রাতে তিনি করো না আক্রান্ত বলে জানা গিয়েছে।

তিনি পশ্চিম মেদিনীপুরে থেকে আক্রান্ত না হলেও ঠিকানা অনুসারে পশ্চিম মেদিনীপুরের হিসেবে ধরা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন, প্রতিটি এলাকায় খোঁজ খবর নিয়ে কোয়ারেন্টাইন করা হচ্ছে। নমুনা সংগ্রহ চলছে।

RELATED ARTICLES

Most Popular