Homeএখন খবরখড়গপুর মেদিনীপুরের কন্টেনমেন্ট জোন প্রত্যাহাররের দিনই জেলায় ফের করোনা পজিটিভ, কলকাতা সূত্র...

খড়গপুর মেদিনীপুরের কন্টেনমেন্ট জোন প্রত্যাহাররের দিনই জেলায় ফের করোনা পজিটিভ, কলকাতা সূত্র সহ আক্রান্ত ২

নিজস্ব সংবাদদাতা: শনিবার সকালেই প্রত্যাহার করে নেওয়া হয়েছিল খড়গপুর মেদিনীপুর সহ ৬টি কন্টেনমেন্ট জোন আর এদিনই জেলার ঠিকানায় ফের দুজন করোনা আক্রান্ত হয়েছেন বলে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর সূত্রে জানা গেছে। যদিও এই দুজনের মধ্যে একজন দীর্ঘদিন যাবৎ কলকাতার রাজারহাটে থাকেন তাই জেলার খাতায় নাম থাকলেও তাকে জেলার বলে ধরা হচ্ছেনা।

একটি সূত্রে জানা গেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লক বা বেলদা থানার বামুনসাই গ্রামের ৪৬ বছর বয়স্ক আক্রান্ত ব্যক্তি কলকাতায় ক্যাব বা ভাড়া গাড়ির চালক। দিন চারেক আগেই তিনি বাড়ি ফিরেছিলেন। বাইরে থেকে এসেছিলেন বলে স্বাস্থ্যকর্মীরা তাঁর বাড়িতে প্রাথমিক পরীক্ষা করেছিলেন। তাঁর থার্মাল স্ক্রিনিংয়েও উল্লেখযোগ্য তাপমাত্রা ধরা পড়েনি। তেমন কোনও উপসর্গও ধরা পড়েনি। পরে তাঁর লালারস সংগ্ৰহ করা হয়। শুক্রবার রাতেই রিপোর্ট আসে ওই ব্যক্তি করোনা পজিটিভ। শনিবার সকালেই ওই ব্যক্তি সহ পরিবারের ৪ জনকে মেদিনীপুরে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। ব্যক্তিকে কোভিড হাসপাতালে ভর্তি করার পাশাপাশি বাকিদের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করা হবে বলে জানা গেছে।

অন্যদিকে মেদিনীপুর শহরেরই বাসিন্দা একটি পরিবার যাঁরা কর্মসূত্রে রাজারহাটেই থাকেন তাঁদের পরিবারের এই ৮৪ বছরের বাসিন্দা বয়স জনিত অসুস্থতা নিয়ে কলকাতার আ্যপেলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তাঁর করোনা পজিটিভ ধরা পড়েছে বলে আইসিএমআর সূত্রে জানা গেছে। যদিও এই বৃদ্ধাকে জেলার মূল তালিকায় অতিরিক্ত একজন হিসাবেই দেখানো হচ্ছে। অবশ্য আইসিএমআরের হিসাব অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের ২জন পজিটিভ দেখানো হচ্ছে যেহেতু ঠিকানায় তিনি এই জেলার নামই রেখেছেন।

অন্যদিকে বাইরে থেকে আসায় গ্রামে করোনা ছড়াতে পারে এই আশঙ্কায় বামুনিয়া গ্রামে কিছুটা উত্তেজনা ছড়ায়। কেন এই মুহূর্তে বাইরে থাকা লোকেদের গ্রামে ঢুকতে সরকার অনুমতি দিচ্ছে তা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। সিভিক ভলেনটিয়ারদের হেনস্থার অভিযোগও ওঠে। পরে পুলিশ গিয়ে অবস্থার সামাল দেয়।
আজকের ২ জনকে জেলার তালিকায় রাখলে জেলায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়ায় ২২। জেলার ঠিকানা অথচ বাইরে থাকেন এমন হিসাব ধরলে সংখ্যাটি ১৭। এর মধ্যে কোভিড সক্রিয় রয়েছেন ২ জন। এই মুহুর্তে মেদিনীপুরের একটি ওয়ার্ডে আংশিক ও ক্ষীরপাইতে একটি কন্টেনমেন্ট জোন রয়েছে। ১১তারিখ চন্দ্রকোনার ঠিকানা সংযুক্ত বারুইপুরের দুর্ঘটনাগ্রস্ত পুলিশ কর্মী যিনি পরে মেডিকায় করোনা পজিটিভ হন। সেই ওয়ার্ড বা আজকের বামুনিয়ায় কন্টেনমেন্ট জোন নিয়ে এখনই কোনও ঘোষনা নেই।

RELATED ARTICLES

Most Popular