Homeএখন খবরপ্রতি ৪ দিনে দ্বিগুন হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা, উদ্বেগে কেন্দ্র

প্রতি ৪ দিনে দ্বিগুন হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা, উদ্বেগে কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগে অবধি ভারতে প্রতি ৭দিনে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল আর বর্তমানে তা প্রতি ৪ দিনে দ্বিগুণ হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই তথ্য যখন আসছে তখনও দেশের বিভিন্ন প্রান্তে মানা হচ্ছেনা লকডাউনের নিয়ম কানুন। চলছে বাজার হাট গল্প গুজব আড্ডা। যে সঙ্কটজনক পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন তা অনেকটাই ব্যর্থ হয়ে যেত পারে মানু্ষের এই অবিমৃষ্যকারিতায়।

তথ্য বলছে এই ভাইরাস ক্রমশ প্রভাব বিস্তার করছে ভারতে। লকডাউনের পরেও সম্ভব হচ্ছেনা এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা। সকালের সরকারি রিপোর্ট অনুযায়ী ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৪২১ জন।আজ সকালে এই রিপোর্ট জানা গিয়েছে। গত একদিনে মারা গেছেন আরও ৫ জন।বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জন। চিন্তার বিষয় এই যে সরকারি পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা এই হারে বাড়লে তা আগামী ১৪ এপ্রিলের মধ্যে ১৭ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

ভারতে আক্রান্তের সংখ্যার এই বাড় বাড়ন্তর জন্য নিজামুদ্দিনের ধর্মসভা যেমন দায়ি তেমনই দায়ি বহু ক্ষেত্রেই লক ডাউন না মানার প্রবনতা। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রতি ৪.১ দিন অন্তর আক্রান্তের হার দ্বিগুন হচ্ছে, যা ভয়ানক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। আর নিজামুদ্দিনের এই সংক্রমণ ছড়ানোর আগে আক্রান্তের হার প্রতি ৭.৪ দিন অন্তর দ্বিগুন হচ্ছিলো। তথ্য অনুযায়ী দেশের করোনা সংক্রমণের মোট সংখ্যার প্রায় ৩০ শতাংশই নিজামুদ্দিনের ধর্মসভার সদস্য।

এদিকে বিশ্বেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুমিছিলের ধারাও অব্যাহত। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, সোমবার রাত পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৪১ হাজার ৬৬৫ জন। করোনাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৫৮ জন।

RELATED ARTICLES

Most Popular