Homeএখন খবরখড়গপুর-মেদিনীপুর শহরে বিরামহীন সংক্রমন! গ্রামীন এলাকায় সংক্রমন কমায় ৮০ নিচে নামল আক্রান্ত,...

খড়গপুর-মেদিনীপুর শহরে বিরামহীন সংক্রমন! গ্রামীন এলাকায় সংক্রমন কমায় ৮০ নিচে নামল আক্রান্ত, ডেবরায় সংক্রমন বাড়ল

15 people were infected in Kharagpur city on Sunday. On the other hand, 3 people were infected in rural Kharagpur. According to IIT sources, four people have been infected while sample colected by them, including a 54-year-old woman on campus, a 48-year-old father with a 15-year-old daughter in nearby Sukant Nagar and a 52-year-old worker in Rabindrapalli. 5 people affected by the railway. Among the residents of the railway area including Golbazar and Kaushalya are 3 old people aged 6, 8 and 52 years and old people aged 65 and 51 years old. Besides, a 40-year-old youth was attacked in Malch Nimpura area, while another 25-year-old youth and a 69-year-old man were attacked in Kharagpur city. Besides, a 44-year-old and a 42-year-old couple were attacked at Dimauli Vetia in Kharagpur Grameen. A 59-year-old man was attacked in Madpur.

নিজস্ব সংবাদদাতা: গত তিনদিন টানা আশির ওপর সংক্রমন থাকার পর কিছুটা কমে পশ্চিম মেদিনীপুরে ৭১ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। যদিও খড়গপুর ও মেদিনীপুর শহরে খুব একটা সংক্রমন কমেনি বরং জেলার গ্রামীন অংশে কিছুটা কমেছে। হতে পারে রবিবার ছুটির দিনে অনেকে বাড়িতে থেকেছেন। পরীক্ষা করাতে যাননি। এদিন খড়গপুর ও মেদিনীপুর মহকুমার গ্রামীণ এলাকায় সংক্রমন বেশ কিছুটা কমই নজরে এসেছে। ব্যতিক্রম অবশ্য ডেবরা যেখানে অনেকদিন পরে সংক্রমন কিছুটা বেশি নজরে পড়েছে। আক্রান্ত হয়েছেন ৮জন।

খড়গপুর শহরে এদিন আক্রান্ত হয়েছেন ১৫জন। অন্যদিকে ৩জন আক্রান্ত হয়েছেন গ্রামীন খড়গপুরে। শহরে আইআইটি সূত্রে ৪ জন আক্রান্ত হয়েছেন যার মধ্যে ক্যাম্পাসে ১জন ৫৪ বছরের মহিলা, পার্শ্ববর্তী সুকান্ত নগরে ১৫ বছরের কন্যা সহ ৪৬ বছরের বাবা এবং রবীন্দ্রপল্লীতে ৫২ বছরের কর্মী। রেলসুত্রে আক্রান্ত ৫জন। গোলবাজার,কৌশল্যা সহ রেল এলাকার এই বাসিন্দাদের মধ্যে রয়েছেন ৭৮, ৬৭ ও ৫২ বছরের ৩ বৃদ্ধ ও প্রৌঢ় এবং ৭৫ ও ৫১ বছরের বৃদ্ধা ও প্রৌঢ়া। এছাড়া মালঞ্চ নিমপুরা এলাকায় ৪০ বছরের এক যুবক আক্রান্ত হয়েছেন, খড়গপুর শহরের অপর ২ আক্রান্ত ২৫ বছরের যুবক ও ৬৯ বছরের বৃদ্ধ। এছাড়া খড়গপুর গ্রামীনের ডিমৌলি ভেটিয়াতে ৪৪ ও ৪২ বছরের দম্পত্তি আক্রান্ত হয়েছেন। মাদপুরে আক্রান্ত হয়েছেন ৫৯ বছরের এক বৃদ্ধ।

মেদিনীপুর শহরে আক্রান্ত হয়েছেন ১০ জন। ধর্মায় সপরিবারে আক্রান্ত হয়েছেন ৫১ এবং ৪২ বছরের দম্পত্তি এবং ১৪ বছরের কিশোর সন্তান। শরৎপল্লীতে আক্রান্ত ৮৬ বছরের বৃদ্ধ। হাতারমাঠে ২১ বছরের যুবক, দেশবন্ধু নগর ৬৫, মিত্রকম্পাউন্ডে ৫৩ বছরের এক ব্যক্তি। বিধাননগরে ৩২ বছরের যুবক। বল্লভপুরে ৫২ বছরের ব্যক্তি। সুজাগঞ্জে পালবাড়ি এলাকায় ৫৭ বছরের প্রৌঢ় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

দুই শহরের বাইরে বড়সড় আক্রান্তের ঘটনা ঘটেছে ডেবরা থানা এলাকায়। এখানে এক লপ্তে আক্রান্ত হয়েছেন ৮ জন। এরমধ্যে ৪৮ এবং ৪০ বছর বয়সী দুই মহিলার বাড়ি পানিগেড়িয়া এবং ডেবরা সদরে। ডেবরা সদরের ওই মহিলার ৪৬বছর বয়সী স্বামীও আক্রান্ত হয়েছেন। বাকি ৫ আক্রান্ত পুরুষেরা হলেন আষাঢ়ি (৬০), হাইপাট (৩৯), ঠাকুরচক (৩৪) এবং ট্যাবাগেড়িয়া (৫৪), বালিচক (৫৫)এলাকার বাসিন্দা। ডেবরা ছাড়া খড়গপুর মহকুমার সবং, বেলদা, থেকেও আক্রান্তের খবর মিলেছে। সবংয়ের বুড়াল গ্রাম পঞ্চায়েতের শীতলদা গ্রামে ২১ বছরের যুবক এবং বেলদার বেংদা গ্রামের ২৮ বছরের যুবক আক্রান্ত হয়েছেন। মেদিনীপুর সদর মহকুমায় এদিন আক্রান্তের পরিমান কিছুটা কম। গড়বেতা এবং শালবনীতে ২জন করে আক্রান্ত হয়েছেন। গড়বেতা সদরেই আক্রান্ত ২৯ ও ৪৮ বছর বয়সী দুই পুরুষ। শালবনীর ভাদুতলায় ৩৪ এবং ট্যা‍ঁকশাল।আবাসনে ৪৩ বছরের মহিলা আক্রান্ত। গোয়ালতোড়ের পিংবনীতে আক্রান্ত ২৭ বছরের যুবক।

রবিবার ঘটাল মহকুমায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। দাসপুর ১ ব্লকে আক্রান্ত ৮ জনের। কুমারচক রানিচক ৪৫-পু, কলোড়া ৫০, পু,গোবিন্দনগর ৫০ মহিলা, জোতজীবন ৪২ পুরুষ,চকরামনগর ৭৯ পুরুষ, যাত্রাধরপুর কলোড়া ৩৫ পুরুষ, হরেকৃষ্ণপুর ৬০ পু, আমোদপুর ২৯ পুরুষ। ঘাটাল ব্লকের প্রতাপপুর (৩৪,পুরুষ), কাতন নিমতলা (৩৫, পুরুষ), মধবচক মনসুখা (৪৩,পুরুষ) হেমনগর রানীশিমুলিয়া (৫৭, পুরুষ) এবং পৌর এলাকার কোননগরে ৩২ বছরের যুবক সহ মহকুমায় মোট ৫ আক্রান্তের সন্ধান মিলেছে। দাসপুর ২ ব্লকেও আক্রান্ত ৫জন পুরুষ। এরা হলেন নিশ্চিন্তপুর (২১), কেলেগোদা (৩২), নবীন মনুয়া (২৩), ক্ষেপুত উত্তরবাড় (২৮) এবং জোতঘনস্যাম (৩৬) এলাকার। চন্দ্রকোনা ২ ব্লকের ৪ জন আক্রান্ত হলেন ছত্রগঞ্জের ৫৪ বছরের মহিলা, ইলমবাজারের ২৪ বছরের যুবতী, কামারগঞ্জের ৩০বছরের যুবক এবং রাধানগরের ২৬ বছরের যুবতী। চন্দ্রকোনা ১ ব্লকের ক্ষীরপাই দলপতিপুরে ২০ বছরের তরুণী আক্রান্ত হয়েছেন। বাঁকা ভৈরবপুরে আক্রান্ত ৪১ বছরের পুরুষও।

RELATED ARTICLES

Most Popular